চেম্বার থেকে বের হয়ে পথিমধ্যে জুতা পালিশ করি এক চাচার কাছে। আজ মুচি চাচা আমাকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বললেন, 'স্যার,আপনারেই মনে মনে খুঁজতেছিলাম।' খোঁজ করার কারণ হলো, চাচার গ্রামের বাড়ি মেহেরপুরে জমি নিয়ে মামলা বিচারাধীন। কয়েক মাস আগে আলাপচারিতায় কৌতুহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন নানান বিষয়। চেষ্টা করেছি বুঝিয়ে বলতে। আজ চাচা খুশি হয়ে বললেন, তিনি অনেক উপকার পেয়েছেন আমার পরামর্শে। আর বললেন, 'আমাগো ওখানে উকিল সাবের সাথে কথাই বলা যায় না। গেলেই বলে মহুরির সাথে কথা বলেন। উকিল সাবের সাথে যদি খোলা দিলে পরামর্শই না করতে পারি তাইলে মন ভরে?'
চাচার সাথে কথা যতক্ষণ কথা বললাম মনে হলো প্রতিটি কথা শিক্ষণীয়। সুক্ষ্ম দৃষ্টিতে অনুধাবন করলাম, একজন সাধারণ স্বশিক্ষিত মানুষ হয়েও আইনী বিষয়ে অসাধারণ কমনসেন্স রাখেন তিনি এবং বিচার/হক বুঝতে মহাজ্ঞানী হওয়া লাগে না।