চেম্বারে এক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে বসতেই রকমারির ডেলিভারি ম্যান হাজির। কিছু বইয়ের অর্ডার করেছিলাম। যার মধ্যে ডা. সাবরিনা হুসেন মিষ্টির 'বন্দিনী' বইটিও ছিল। ডা. সাবরিনা অপরাধী নাকি ধোয়া তুলসিপাতা সেটা বিবেচনায় না নিয়ে একজন বন্দী মানুষের অভিজ্ঞতা জানার আগ্রহে পড়ার লোভ সামলাতে পারলাম না। পড়া শেষ করে বুঝলাম জেলে যাওয়া ডা. সাবরিনার জন্য 'সাপে বর' হয়েছে। সত্যি, লেখিকার নিজের দেখা অভিজ্ঞতা এবং সাথের নারী বন্দীদের জেল-জীবনের নেপথ্য আখ্যানে গ্রন্থটি ঋদ্ধ হয়েছে বৈচিত্র্যময় সাহিত্য রসে। তাছাড়া নারী কারা বন্দীদের নিয়ে এমন লেখা এর আগে আমার চোখে পড়ে নি। জেল জীবন নিয়ে উৎসুক পাঠক, গবেষক, নীতি নির্ধারক এবং আইন অঙ্গন সংশ্লিষ্টরা বইটি সংগ্রহ করতে পারেন।
আর ভাইরালে অভ্যস্থদের প্রতি অনুরোধ, অন্তত লেখনি নিয়ে হুজুগে হয়ে কাউকে অবাঞ্ছিত করার আগে তা পড়ে বস্তুনিষ্ঠ সমালোচনা করা উচিত।
বিঃদ্রঃ ডা. সাবরিনা আমার ক্লায়েন্ট নয় বরং কোনভাবে পরিচিতও নন।
-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)
লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।