এই লেখার সাথে দেয়া ইমেজটা দেখে খুব সাধারন মনে হলেও এটি একটি সাধারন ইমেজ নয়। এর ভেতরে লুকিয়ে আছে আরেকটি ফাইল। কিন্তু সাধারন ভাবে কারো পক্ষে অনুমান করা সম্ভব নয় বিষয়টি।
বেশ কিছুদিন আগে বিবিসিতে সম্ভবত দেখেছিলাম নিউজটি। বিন লাদেন তার অনুসারীদের সাথে যোগাযোগের জন্য এই ট্রিকসটি ব্যবহার করে দীর্ঘদিন সিআইএ'র চোখ কে ফাঁকি দেয়।
বিষয়টি অনেক জটিল হলেও কাজটি একেবারেই সহজ! কোনরকম সফটওয়্যার ডাউনলোড বা সেটাপ ছাড়াই আপনি কাজটি করতে পারেন কমান্ড প্রম্পটে গিয়ে। মূল পদ্ধতি নিয়ে গ্রুপ পোস্টে বিস্তারিত আলোচনা পাবেন।
তবে যারা কমান্ডপ্রম্পটের ঝামেলায় যেতে চান না বা বুঝেন না বিষয়টি, তাদের জন্য সহজ কাজটিকেই আরো সহজ করে দিয়েছি একটি ছোট স্ক্রিপ্ট লিখে। স্ক্রিপ্টটি জিপ করে আপলোড করে দিলাম। ফাইলটি পেতে ও এর ব্যবহার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
অথবা -
Click This Link
(পোস্টটি কম্পিউটার গ্রুপের সদস্যদের উৎসর্গ করা হলো।)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




