বাংলাদেশে কিছু মানুষকে যখন মেীলবাদী মেীলবাদী বলে চিৎকার চেঁচামেচি করতে দেখি তখন আমার ছাগলে তৃতীয় বাচ্চার কথা মনে পড়ে যায়। ছাগলের যখন তিনটি বাচ্চা হয় তখন দুটি মায়ের দুখ খেতে পায়... আর বাকি একটি কিছুই পায়না শুধুই লাফ ঝাঁপ দিতে থাকে। মৌলবাদ বলতে আমরা কি বুঝি? আর যারা সারাদিন এই নিয়ে চিৎকার করতে থাকেন তারা কি বুঝেন? খুব অল্প কথায় একটু ভেতরটা অবলোকন করতে চেষ্ট করে দেখাটা বোকামী.... পরে কোন একদিন হয়তো এব্যাপারে অনেক কথা বলা যাবে। মৌলবাদ এর আবিধানিক অর্থ যাই হোক না কেন.. এর প্রয়োগটা কিন্তু একটু অন্যরকম। একসময় খ্রিষ্টান মৌলবাদীদের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে তাদের দমন করেছিল। সেই সময় হতে মৌলবাদ সমপর্কে মানুষের মনে খুব খারাপ ধরনের একটি ধারনা ঢুকে গিয়েছে। কিন্ত আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাব আমাদের মূল ধর্মগ্রন্থেই আছে ধর্মে কোন জবরদস্তি নেই। তাহলে খ্রিষ্টান মৌলবাদীদের সেই খারাপ বৈশিষ্ট গুলোর কারনে একটি শব্দের যে খারাপ একটি প্রয়োগ তৈরি হয়েছে তা ইসলামের েেত্র প্রয়োগ করাটা সমিচীন হবে বলে আমি মনে করি না। আমাদের দেশে অনেকে মৈীলবাদী মৌলবাদি করে চিৎকার করে থাকেন যারা সত্যিকার মৌলবাদের রূপ সমপর্কে অবগত নয়। খ্রিষ্টান মৌলবাদীরা একসময় মানুষের উপর কি অত্যাচার করেছে সেসব কাহিনী যদি উনারা একটু কষ্ট করে পড়ে দেখতেন.. তাহলে মুসলমানদের কখনো মৌলবাদের অভিযোগে অভিযুক্ত করতেন না। অন্তত অন্য কোন শব্দ ব্যাবহার করতেন.. মৌলবাদ নয়। খ্রিষ্টানরা ও ইহূদীরা আমাদের মৌলবাদি বলে গালি দেবার চেষ্ট করে.. কিন্ত তারা এটা ভুলে গিয়েছে যে মৌলবাদের শব্দটির অর্থ তাদের কারনেই আজ সবার কাছে ভীতিকর। খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে বিধর্মীরা আমাদের যতটা না মৌলবাদী বলে গালি (আমি শব্দটাকে গালি হিসেবেই দেখি.. কারন এর উদ্ভবের ইতিহাস..) দিয়ে থাকে আমরা তথাকথিত কিছু মুসলমান তারচেয়েও বেশী গালি দেই। এটাকে কি একধরনের হিন্যন্মনতা নয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




