সাইন্সল্যাব মোড়ে দাঁড়িয়ে আছি। আমি আর নাইম । বাস কিংবা কোনো যানবাহনের অপেক্ষায়। গিয়েছিলাম DevsTeam এ।
রাত সবে ৮ টা। কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হলো এখন রাত ৩ টা বাজে। রাস্তায় লোকজন বলতে গেলে নেই-ই। যারা আছে তাদের মধ্যে কি যেন একটা অজানা আতংক আর তাড়াহুড়ো। কখন বাসায় ফিরবে এক ব্যাকুলতা !!
একটু আগেই নাকি আশেপাশে ককটেল-ফকটেল জাতীয় কিছু ফুটেছে। রাস্তায় কোনো বাস নেই। সিএনজি ২/১ টা। সবগুলো টানের উপর। লোকজনের দিকে খেয়াল নেই।
অনেক কষ্টে একটা রিকশাওয়ালাকে সিএনজির দ্বিগুণ ভাড়া দিয়ে রাজি করালাম। হাজার হাজার নিরাপত্তারক্ষীর পাহারা দেওয়া রাস্তার মধ্যে নিয়ে প্রাণটা নিয়ে যাত্রাবাড়ী আসতে পেরেছি।
না, বন্ধুরা !! আমি কোনো যুদ্ধ আক্রান্ত দেশের কথা বলছি না। দিচ্ছি না বর্ণনা কোনো পরাধীন দেশের রাস্তার !! কিংবা কোনো গৃহযুদ্ধ আক্রান্ত কোনো দেশের অবস্থা !!
এ যে আমাদের স্বাধীন বাংলা, সোনার বাংলা, তোমার-আমার প্রাণের বাংলাদেশ !!
দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা কেউ জনগণকে ভালবাসে না। আর দেশটাকে ভালবাসার কোন প্রশ্নই আসে না !!
তারপরও যদি এরা দেশপ্রেমের বুলি আওড়ায়। তবে বুঝতে হবে, এরাই এই যমানার মীরজাফর কিংবা ঘষেটি বেগম !! দেশ এবং জাতির স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলাই যাদের বিকৃত রুচিবোধ আর রক্তে তাদের গাদ্দারীর সেই পুরোনো স্রোত !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




