বন্ধু আমার। গতকাল ৩৩তম বিসিএস এর লিখিত পরীক্ষার রেজাল্ট পেল। উভয় ক্যাডারে পাশ করেছে। প্রচন্ড মেধাবী হওয়ায় ভাইভাতেও কোনো সমস্যা হবে না আশা করি।
সবই ঠিক আছে।
কিন্তু ..
সমস্যা আরেক জায়গায়। সে একটি রাজনৈতিক দলের ঘোরতর সমর্থক। এখানে ঘোরতর বলতে ঘোরতরতম !
তো ... গতকাল রেজাল্ট পাওয়ার পর আজকে বিকালে সে এক ঘোষণা দিয়ে বসলো।
কি ঘোষণা?
- আমি যদি কখনো মাহমুদুর রহমানের সেলে নিয়োগ পাই তবে ওকে পিটিয়ে ফ্যাসাফ্যাসা (ভূষি বানিয়ে দেয়া) কইরা দিমু।
অবাক হইনি। বরং ওর বলা বাক্যটি আমার ঢং-এ সুন্দর করে পুনরাবৃত্তি করলাম। ওর প্রতিক্রিয়া দেখার জন্য।
ব্যাস! আর যায় কোথায়?
- (রেগেমেগে) তোফায়েল? তুই না শিবিরের ঘোর বিরোধী? তুই না এদের ধর্মচিন্তা, কর্মপন্থা সবকিছুর বিরোধীতা করিস?
- হুম্ম। এটার সাথে কি সম্পর্ক?
- কিন্তু তোর কথাবার্তা এখন শিবির ধাঁচের হয়ে গেছে।
- হা হা হা, আমি কথা বললাম কোথায়? তোর বাক্যটা রিপিট করলাম। আর আমি যদি শিবির ধাঁচের কথা বলি, তবে তোর এই বাক্যটা কোন ধাঁচের মধ্যে পড়ে? প্রগতিশীল, উদারপন্থী কিংবা ভ্রষ্ট মেধাবী?
এইবার মৌচাকে ঢিল পড়লো। বড়সড় ক্যাচাল লাগবো। আর শুইনা লাভ নাই।....
পাঠকদের জন্য প্রশ্ন?
বলেন তো বন্ধুটি আমার কোন দলের সমর্থক ? বলতে পারলে একটা লাইক দিমু।
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




