যদি বহুল আলোচিত কয়েকটি শব্দের জরিপ করা হয় তাহলে “কপি-পেস্ট” শব্দটি নিঃসন্দেহে প্রথম স্থান দখল করবে। অনেকেই বলবেন এখানে তো দুটি শব্দ!! আমি কিন্তু দুটিকে আলাদা করে ভাবতে পারছি না। দুটি শব্দ এখন দুই জান এক প্রাণ হয়ে গেছে।
রাত ৩টা বাজে। ঘুম আসতেছে না। হয়ত আসবেও না। কারণ কাল সকালে পরীক্ষা আছে। পড়তেও অস্বস্তি বোধ হচ্ছে। কী আর করা, সেই তখন থেকে গান শুনছি। Broken by Amy Lee (Seether feat.) আমার অনেক প্রিয় একটা গান। যদিও Amy Lee র প্রায় সবগুলো গানই আমার চরম পছন্দের।
নেট গুঁতাইতে গুঁতাইতে একটা ভিডিও দেখলাম এই গানের নামে। দেখে ভালোই লাগল। ওরা গানটা খুব ভালো ভাবে কভার করেছে, কিন্তু আমার কাছে ভিডিওটা বেশ ভালো লেগেছে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ সকাল ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



