বিনোদনের জন্যে আজকাল কত কিছুই না তৈরি হয়েছে। ফেন্টাসি, নন্দন, ওয়ান্ডারল্যান্ড.... আরও কত নাম না জানা। আমি যখন ছোট ছিলাম, তখন পিচ্চি পোলাপানদের যদি কোথাও ঘুরতে যাবার জন্যে বলা হত তখন সবাই একযোগে বলত “শিশুপার্ক” নয়ত “চিড়িয়াখানা”।
আজ প্রায় ১৫ বছর পর “শিশুপার্কে” গেলাম। আহা! কী আনন্দ। ঢুকেই নিজেকে সেই পিচ্চি অবস্থায় আবিষ্কার করলাম। শাপলা, দোলনা, ট্রেন.... কী ভয়ংকর সব রাইড। ওগুলোর পাশ দিয়ে হেঁটে যেতেই আমার গা শিউড়ে উঠছিল। একে একে কয়েকটায় রাইড করলাম।
ট্রেন দিয়ে যাবার পথে সেই অন্ধকার গুহায় ঢুকে চিৎকার (যদিও এখন এপাশ-ওপাশ দেখা যায়)। দোলনায় কিছুক্ষণ পাগলামি। ঝুলন্ত একটা চরকির মত আছে না? ওইটায় চড়ে (থাক বলব না)।
শাপলাটা বেশি ভয়ংকর, ওটা থেকে নামার পর এখন পর্যন্ত মাথা ঘুরছে।
যে যাই বলুক না কেন। আমার কাছে আজও “শিশুপার্কই” সেরা। হাজার হোক ছেলেবেলার সেই মধুর সব স্মৃতি, ভোলা যায় কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




