শহরে নতুন সিনেমা হল তৈরী হয়েছে। তবে ছবি দেখার নিয়ম কিছুটা ভিন্ন
এখানে কোন চুল ওয়ালা লোক প্রবেশ করতে পারবে না। হতে হবে সব টাক মাথা। কোন টিকিট এর প্রয়োজন নেই। এক অন্ধ গেট ম্যান টাক মাথায় হাত বুলিয়ে দর্শকদের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে থাকেন।
নতুন সিনেমা এসেছে, খুব হিট। দেখতে হবে, কিন্তু কি ভাবে? মাথায় যে মস্ত বড় চুল! সামন্য সিনেমার জন্য মাথা কামাব? তা হতে পারে না; নতুন বুদ্ধি এল মাথায়, মিড নাইট শো-তে ঢুকতে হবে। তখন আশপাশের পরিবেশ কিছুটা অন্ধকারচ্ছন্ন থাকবে।
যথারীতি হাজির সিনেমা হলের সামনে। বাইরে তেমন লোক নেই সবাই ভিতরে ঢুকে গেছে। গেটে শুধু কানা পাহারাদার।
কানার সামনে গিয়ে মাথাটাকে মাটির সাথে মিশিয়ে লুঙ্গি উচু করে পাছাটাকে উপরদিকে দিয়ে দিল। কানা পাছায় হাত বুলাচ্ছে আর ভাবছে:
কতো টাক মাথায় হাত বুলালাম, কিন্তু এমন সিথে ওআলা টাক তো আগে দেখিনি!! হয়তো নতুন ডিজাইনের কোন টাকমাথা। যাক ছবিটা দেখে আরো নতুন নতুন ডিজাইন শিখুক;
যান ভাই ভিতরে যান............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




