স্টিকি পোস্টের লেখকের নাম দেখেই ভিড়মি খেলাম। নগ্ন দালালি আর কপি পেস্টের জন্য ভদ্রলোকের খ্যাতি আছে বহু আগে থেকেই...এই ব্লগে তার প্রায় সবগুলা লেখাই বিভিন্ন নিউজ সাইট থেকে হুবুহু কপি করা খবর কিংবা অন্য কোন ব্লগ থেকে কপি করা লেখা। একটা মৌলিক লেখাও তিনি লিখেছেন কিনা সন্দেহ। তবে কথা সেসব না। কথা হচ্ছে স্টিকি করা পোস্টটির মান নিয়ে...কোন মানদণ্ডে এত নিম্নমানের জোড়াতালি একটা পোস্ট স্টিকি হয় বুইঝা পাইলাম না!!
নিঃসন্দেহে ছাগু আর পাদাদের বাজে প্রলাপ আর ঠাট্টা-বিদ্রূপের অনেক বড় একটা সুযোগ করে দেয়া হল!! মডারেশন প্যানালে এখন কে বা কারা দায়িত্ব পেয়ছেন আর মাঝে মাঝেই এদের ল্যাঞ্জা বের হয়ে যাচ্ছে, বোধগম্য নয়।
অনেক কিছুই লেখতে ইচ্ছা করছে, কিন্তু মেজাজটা চরম খারাপ হয়ে আছে সামু মডারেশনের এহেন অধঃপতন দেখে। এত চমৎকার লেখা থাকতে যে লোক নিজের নামটাও ঠিকমতো লেখা শেখেনি তার একটা অতি দায়সারা নিম্নমানের পোস্ট স্টিকি করাটা আমার ধারনায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। ব্লগের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




