লাউয়াছড়ার পাহাড়ি ছড়া...
ডোরাকাটা ডানার প্রজাপতিটা ছড়ার পাশেই বালুর উপর চুপটি করে বসেছিলো.....
লাউয়াছড়ার গহীন বন...
মেঠো পথ...
সবাই এত্ত খুশি, একটু পরেই অবশ্য কারো পায়ে ব্যথা, কারো মলিন মুখ !
চেয়ারম্যানের (!!) নেতৃত্তে এগিয়ে চলেছে তাঁর সাঙ্গ পাঙ্গরা !!!
এই স্মিত হাস্য একটু পরেই আর থাকে নি, কেন ?? ঊ ঃ দেড় ঘণ্টা হনটন !!
দেড় ঘণ্টা হেঁটে, সবাই গোগ্রাসে গিলেছিলো এই অমৃত ওরফে আনারস!!
সাত কালার চা, কে কে চিনেন না, হাত তুলেন !!
সাদা জবা, চলে আসার ঠিক আগে চোখে পড়লো, আরেকটু আগে দেখা উচিত ছিল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




