গতকাল রাতে কি মনে করে এখন শ্রীলংকা কেমন আছে বলে কিছু ব্লগ এবং খবর দেখতে শুরু করেছিলাম। প্রথমেই আমার একজন প্রিয় ভিডিও ব্লগার মি হারাল্ড বাল্ডার এর রিসেন্ট ভিডিও দেখলাম, এই এক ভিডিওই কাফি ছিলো, তবুও আরো কিছু নিউজ দেখলাম, আসেন কয়েকটা সাধারন পয়েন্ট পড়ে দেখি।
১। বর্তমানে শ্রীলংকার মানুষজনের মধ্যে কোন প্রান দেখতে পেলাম না, অধিকাংশ লোকজনের শরীর ভেঙ্গে গেছে, তেলভাব আর নেই, আরো কালচে হয়েছে, ধারনা করছি, বেশিরভাগ লোক স্বাভাবিক পুষ্টিকর খাবার পাচ্ছে না, কোনমতে টিকে আছে প্রাণ নিয়ে, কাজের অভাব মনে হল।
২। সাধারন মানুষ আরো অধিক মাত্রায় এলকাহোল বা মদে ঝিম দিচ্ছে, মদের বার দোকানে এখনো ফরেন মাল সহ স্থানীয় উৎপাদনে ভরপুর, ধনীদের খাবারে সমস্যা নেই, তারাই হয়ত এই খাতে এখনো টাকা ঢালছে।
৩। রাস্তাঘাট, হোটেল, মার্কেট বেশ ফাঁকা, যানবাহন তেমন নেই, হয়ত মানুষ আর ঘর থেকে তেমন কাজ ছাড়া বের হচ্ছে না।
৪। বড় বড় হোটেল স্থাপনা ঢিমতালে চলছে, তবে পর্যটক কিছুটা বাড়ছে বলে মনে হল।
৫। শ্রীলংকান প্রেসিডেন্ট কয়েকদিন আগে জানিয়েছেন, চায়নার সাথে কথা হয়েছে, চায়না তাদের ঋণ পুনঃ তফশীল করে দিবে।
৬। আগামী কাল ইন্ডিয়া থেকে ডিমের একটা বড় চালান শ্রীলংকাতে প্রবেশ করবে, এই ডিম গুলো কিছুটা কমদামে সাধারন মানুষ এবং খাদ্য উৎপাদনকারীদের কাছে বিক্রী করা হবে, যাতে খাদ্য উৎপাদনে ব্যবহার হয়ে তা কিছুটা কমদামে মানুষের কাছে পৌঁছে।
৭। আইএফএম লোনের ব্যাপারে কিছু শর্ত দিয়েছে যা মানা সম্ভব হচ্ছে না, তবুও সরকার দেখছে।
৮। বিরোধী রাজনৈতিক এবং কর্মীদের এখনো গ্রেফতার অব্যহত আছে। ভুয়া গ্রেফতার না করার জন্য বিচার মন্ত্রী পুলিশের কাছে বার্তা দিয়েছে।
৯। বন্ধ শিল্প কারখানা সহ বিদ্যুত ব্যবস্থায় যে কমিশনগুলো গঠন করা হয়েছিল, তাদের অনেকেই স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে বিরোধীদল গুলো অভিযোগ করছে।
১০। আজকের ডলার রেইট হচ্ছে ১ ডলার = ৩৩৫ থেকে ৩৫০ শ্রীলংকান রুপি।
এত সুন্দর একটা দেশ কি থেকে কি হয়ে গেল, রাষ্ট্রের উচুপদের লোকদের দুরদর্শিতার অভাব, বড় বড় ইচ্ছানুযায়ী প্রজেক্ট, ঋণ গ্রহনে চিন্তা ভাবনা ছাড়া, সীমাহীন দূর্নীতি একটা দেশকে কোথায় নিয়ে যায়, ভাবতে লোম খাড়া হয়ে যায়, তবুও একদিন আবার শ্রীলংকা আবার দাঁড়াবে এই আশা করা যায়ই, তবে এর জন্য যে নুতন শাসক দরকার তার কোন বিকল্প নেই, সাধারন জনগণের মত আমরাও এই আশায় থাকতে পারি!
(Harald Baldr এর লিঙ্ক কমেন্টে, দেখতে পারেন, বেশ কিছু আরো ইন্টারেস্টিং বিষয় আছে)