একুশের বইমেলার থেকে ফেরার পথে বাংলাদেশের উগ্র ধর্মান্ধ মৌলবাদীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে খুন করল "মু্ক্তমনা" ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিত রায়কে, তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আশঙ্কাজনক অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
উগ্র মুসলিম সাম্প্রদায়িক জামাত-BNP জোট নিপাত যাক। রাজাকারদের ফাঁসী হোক। ভারতবর্ষেরও আজ সতর্ক হওয়ার সময় এসেছে, যে কোন মূল্যে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক BJP-RSS-VHP-বজরং দলকে রুখতে হবে। এই উপমহাদেশের জাত-পাত নির্বিশেষে সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র, তাদের প্রয়োজন শুধু দুবেলা দুমুঠো ভাত। জাতের নামে বজ্জাতি বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক।
পুনশ্চ: ভারতবর্ষের লোকসভার 543 জন সাংসদের মধ্যে 442 জন অর্থাৎ প্রায় 82% কোটিপতি, আবার ভারতবর্ষের 82% মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে। সত্যিই Incredible India!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


