স্বাধীনতা আজ ঘুণে খাওয়া কাঠ
উনুনের জ্বালানী...
স্বাধীনতা আজ মৃত্যুর মিছিল
ঝুলন্ত ফেলানী!
স্বাধীনতা আমার নিখোঁজ ভাইয়ের
তীব্র চিৎকার
স্বাধীনতা আমার চির দুখিনীর
বুক ফাটা হাহাকার!
স্বাধীনতা হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে
লিমনের কাটা পায়ে
স্বাধীনতা কাঁদে শেয়ার বাজারে
সর্বস্বান্ত হয়ে!
স্বাধীনতা রক্তে লাল হয়ে থাকা
সাগর-রুনির ঘর
স্বাধীনতা এখন মেঘের কান্না
জমছে বুকের 'পর!
স্বাধীনতা ধুলায় গড়াগড়ি খায়
বস্তির উঠোনে
ক্ষুধা-তৃষ্ণায় স্বাধীনতা আজ
বেসাতীর গঠনে।
স্বাধীনতা এখন ভারত চালায়
চলছে শাসন-শোষণ
একাত্তুরে স্বাধীনতা পাইনি
সাথি হলো ক্রন্দন!
স্বাধীন না হয়ে আজীবন ধরে
বইছি পরাধিনতা
সত্যিকারের যুদ্ধই আজ
আনবে স্বাধীনতা।
স্বাধীনতার নতুন সূর্য আনবো
যুদ্ধ চাই যুদ্ধ
কোটি জনতা এক হই চলো
থাকবনা অবরুদ্ধ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




