খুব দূর থেকে ভেসে আসে শব্দের কলাহল
কোটি কোটি কিলোবাইট বেগে...
উচ্ছৃঙ্খল প্রেম এই নেটওয়ার্ক পেছনে ফেলে পূর্ণ করে দেয় অন্তরমহল।
পুরোনো চুম্মন উঞ্চতার আবির্ভাবে বার বার ফিরে আসে পুরোনো উঠোনে
বৃক্ষলতার মতো ছেয়ে যায় পুরোনো শরীর।
আত্মমগ্ন মনের কুঞ্চিত শিয়রে চুমুগুলো নতুনরূপে জায়গা করে নেয় পুরোনো দিনের মত।
আজ থেকে কুড়ি বছর পর কুচকানো চামরার ভাঁজে থলথলে মাংসপেশী উপহাস করবে
অতীতের ফেলে যাওয়া আজকের বর্তমান শরীর...
শূণ্য আঙিনা; দো'চালা ঘর; কৃষ্ণচূড়ার বিস্তৃত ছায়া;
তোমার অপেক্ষায় প্রতিদিন।
তুমি কবে আসবে তোমার শীতল আঙিনা পার হয়ে এই ঘরে!
যেখানে অপেক্ষায় আমিও...
ভালোবাসা আজ কুড়ি বছরের ব্যবধানে অপরিপূর্ণ বৃক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




