পাকিস্তানের কিছু বংশধর মৌদুদী আর ওহাবী মতের এই ধারা বাংলাদেশেও প্রচলনের উদ্যোগ নিয়েছে। এর শুরু হয়েছে সামহৌয়ার নামক ব্লগে মুক্তমনা ও স্বাভাবিক বোধ সম্পন্ন কিছু মানুষের হত্যার উদ্যোগের মধ্য দিয়ে। আম-মুসলমানের তাতে লজ্জা পাওয়ার কিছু নেই।
ছাগুদের একটা দল.. যারা জনসমক্ষে মুক্তিযুদ্ধে জামাতের কুকর্মের সমর্থন না করলেও জামাতের মূল অস্ত্র ইসলামের তথাকথিত ঝান্ডাধারীর মতো আচরন করে, সামু ব্লগের নাস্তিকদের হত্যার জন্য তথ্য সংগ্রহ শুরু করেছে। ছদ্ম নিকের আড়ালে লুক্কায়িত এই হত্যান্মুখ জঙ্গীদের একটা নিকের নাম 'ক্লিয়ার কাট'।
দেখুন...
গতকাল রাতে লালসালু নামের ব্লগারের কাঁদো কাঁদো স্বরের এক পোস্টে গিয়ে এই উদ্দেশ্য জানান দিয়ে আসে সে। লালসালু গুলশানে তার সাথে মিটিং করার জন্য আহ্বান জানিয়েছে। বুঝিবা এখনই, এই মুহুর্তে তারা হয়তো কখন কাকে কোথায় হত্যা করবে তার শলা করছে।
ডিসেম্বর মাস আসলেই তালিকা ধরে হত্যার আরেকটা ঘটনা মনে পড়ে যায় আমাদের। ১৯৭১, ১৪ ডিসেম্বর। চৌধুরী মঈনুদ্দীনের নেতৃত্বে বাংলার বুদ্ধিজীবিদের হত্যার মাঝ দিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলো রাজাকার/আলবদরেরা।
আমার কেন যেন মনে হয়, এই রাষ্ট্রে, এই ভুখন্ডে যতোদিন ধর্মান্ধতা থাকবে, ধর্মীয় নৃশংসতার জয়গান চলবে, ততোদিন তালিকা ধরে ধরে হত্যার এই পরম্পরা আমাদের দেখতে হবে।
আমরা মানুষ হবো কবে? মধ্যপ্রাচ্যীয় হত্যার নির্দেশনার কাছে কেন আমাদের মাথা নত হবে বারে বারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




