বেশ কিছুদিন ধরে প্রথম আলো সহ আমাদের জাতীয় দৈনিকগুলি প্রাইভেটকারবাহী জাহাজের ছবি ছেপে যাচ্ছে, আর তথ্য উপাত্ত দিয়ে লিখে যাচ্ছে হাজার হাজার গাড়ী আমদানির কথা।দিনের পর দিন লেখা হল - বাজেটে বেড়ে যাবে আমদানীকৃত গাড়ীর শুল্ক, তাই আগে ভাগে এনে রাখা হচ্ছে হাজার হাজার গাড়ী।মজুদ দার বাঙালী এবার নেমে পড়েছে গাড়ী মজুদে। চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানি আর তার শুল্কায়নে হয়ে গেল কত কেচ্ছা কাহিনী।
রাজস্ব আয়বৃদ্ধির লক্ষ্যে গাড়ীর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জাতীয় বাজেটে, সেই প্রস্তাবের প্রতি সম্মান জানিয়ে গাড়ী বিক্রেতারা গাড়ীর দামও বাড়িয়ে দিয়েছেন। প্রস্তাব হয়তো পাশও হবে, বাঙালী গাড়িও কিনবে অধিক দামে, কিন্তু বাড়বে না কেবল রাজস্ব আদায়।
এত আয়োজন আর আড়ম্বর করে রাজস্ব ফাকি দেবার মহাযঞ্জ সবাই জানল, কেবল আমাদের অর্থমন্ত্রী, মন্ত্রীপরিষদ আর রাজস্ব বোর্ড জানলো না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




