মুঠোফোনের অভ্যাসে আজ সহমর্মিতা,
আপন রং খুঁজে নিতে ব্যস্ত অপনয়নের শুদ্ধতা।
জমে উঠতে থাকে আবাসিক ক্লান্তিতে রাতের নিস্তব্ধতা,
নিদ্রাহীন গন্ধে জেগে ওঠে নিকোটিনের প্রখরতা।
অশরীরী কিছূ অনুভূতির এলোমেলো উষ্ণতা,
রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত তাই নিমজ্জিত মানবতা।
অন্ধকার গলির কাঙ্খিত সরব সভ্যতা,
রাত্রির বুকে উজাড় করে অসভ্য সখ্যতা।
বিশ্বাসের হালচাষে শোভিত তাই সততার নিষ্ঠুরতা,
ভদ্রতার খাতিরে পরিশোধিত হোক সামাজিক বর্বরতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



