গন্ধহীন অনুভব স্পন্দনে জাগে শিহরন,
এলোমেলো উদাস করা তোমার বিবরন।
দীর্ঘতর দিগন্ত দৃষ্টি জুড়ে আটকে পড়া আবরন,
তুমি শুধু ভাবনাহীন আমার অকারন।
ধ্বংস বুনে রংহীন মনে অগুছালো আর্তনাদ,
হংস খুঁজে জলকেলী সাজে বারবার অপরাধ।
আমি তুমি অংশ বিশেষ স্বপ্নের চাষাবাদ,
অচেনা হলে বদলে গেলে দিয়ে হাজারও অপবাদ!!
নির্ঘুম রাত যেন সহস্র বছর গল্পনীল কল্পনা,
পারি না যে কাঁদতে ভুলে যেতে করি তবু বন্দনা।
সৃত্মির শহরে বেওয়ারিশ হয়ে আছে শত বাহানা,
নিয়ন আলোয় জেগে ওঠে জমিয়ে রাখা অসহ্য যন্ত্রনা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



