(১)
মানুষের পৃথিবীকে অনেক ধন্যবাদ।
ব্লগে নুতন বলে তার পোস্টে কোন মন্তব্য করতে পারছি না, তাই নিজের ব্লগেই লিখে রাখলাম। কখনো চোখে পড়তেও পারে এই আশায়।
রেফারেন্সগুলো ইংরেজিতে না হয়ে বাংলায় হলে ভাল হয় মনে হয়, কেননা বিরোধীপক্ষের মানুষগুলোকে কষ্ট করে ইংরেজি পড়বার মত ততটা ধৈর্য্যশীল মনে হয় না (তাদের মন্তব্যগুলো পড়ে বলছি)।
ইসলামে নারীর অবস্থান নিয়ে আরও বিশ্লেষণমূলক লেখা পাব আশা করছি।
ইসলামকে শান্তির ধর্ম বলা হয় এবং বাঙালি মুসলমান বিশ্বাস করে যে, সুমহান আদর্শের জোরেই ইসলাম সারা পৃথিবী জয় করতে পেরেছে, কিন্তু বাস্তবতা কতটা ভিন্ন এ বিষয়ে আমাদের খুব কমই জানতে দেয়া হয়। এই বিষয়গুলো লেখায় এলেও খুব ইন্টারেস্টিং হবে বলে মনে হয়।
কয়েকটা খুব ছোট বিষয় :
১. বাঙালি মুসলমান এত রগচটা কেন?
২. এরা যুক্তির কথা কিছুতেই বুঝতে চায় না কেন?
৩. এদের সৌন্দর্য বোধ এত স্থূল কেন?
(২)
ব্লগে একদম নুতন । এই সময়টাতেই বোধহয় পরিচয়টা নির্ণীত হয়ে যাওয়া ভাল।
গুরুত্বপূর্ণ কিংবা একেবারেই গুরুত্বহীন কথা এই যে,
১. রাজাকারদের সাথে কোন আপোষ নেই।
২. নারী মুক্তি আমারও আরাধ্য বিষয়।
৩. মুক্ত বুদ্ধির চর্চা যারা করেন আমি তাদের সাথেই আত্মীয়তা বোধ করি।
৪. স্বাধীনতার ধারণা আমার কাছে অসীম নয়, উগ্রতা কিংবা রক্ষণশীলতা কোনদিকেই পক্ষপাত নেই।
৫. রাজনীতিবিহীন মানুষ বলতে কিছু হয় বলে আমার জানা নেই।
৬. আপাতত একজন প্রিয় মানুষের নাম বলে রাখি : মাওলানা ভাসানী। অপছন্দের তালিকায় মাওসেতুং কিংবা স্ট্যালিন দুজনের কারও নাম নেই।
৭. ড. ইউনুসকে ক্ষতিকর প্রাণী বলেই ভাবি।
৮. বৃষ্টিতে ভিজতে আর ঘুরতে খুব ভালবাসি।
৯. বিশ্বজোড়া পাঠশালা মোর, যদিও সবার আমি ছাত্র হতে চাইব না।
(৩)
রাত গভীর হয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





