ধান্ধা
আজকাল আমাদের সমাজে এমন লোক খুজে পাওয়া মুশকিল যে কোন না কোন ধান্দার পেছনে ঘুরছে না? উঠতি বয়সের তরুন থেকে শুরু করে বয়সী (কম্ররজীবি )মানুষ, সবাই একটার পর একটা ধান্ধায় সমস্ত জীবন পার করে দিচ্ছে । নিজের ধান্ধা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় কারো নেই। সবার মুখে একই কথা “ভাই আমি খুব ব্যস্ত,আমার কোন সময় নাই”।
আসুন একটি বার চিন্তা করি কোন ধান্ধার পেছনে আমরা পাগলের মত ছুটে চলেছি। আর কি নিয়েই বা সমাজের তরুন বৃদ্ধ সবাই ব্যস্ত।
এখনকার দিনে তরুনদের একমাত্র ধান্ধা হচ্ছে যত বেশী পারা যায় (ফূতি )করা।আনন্দে থাকা, জীবনের (সাদ) উপভোগ করা।সবার মধ্যে একই চিন্তা কিভাবে একটা এফেয়ার করা যায়।
চলবে......
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




