তোমাকে লখিবো বলে রোজই বসি
লিখিও কয়েক লাইন
আবার কেটে দেই, ছিরে ফেলি পাতা
আপেক্ষা করি বৃষ্টির জন্য লিখবো তোমায় মনের কথা
বৃষ্টি আমার খুবই প্রিয় সেও তোমারই জন্য
তুমি আমায় প্রথম লিখেছিলে কোন বৃষ্টি স্নাত রাতে
বলেছিলে "ডুবে শহর ডুববে তোমার বাড়ী
দরজাটা খোলা রেখ আমি আসতে পারি।"
পাগোল তুমি হয় কি অমন কখোন?
দরজা তবু খোলাছিল আসবে নাকো জানি
আজও রাতে বসে থাকি দরজা পানে চেয়ে থাকি
বৃষ্টি ভাসায় সারা শহর ভেজায় আমার বাড়ি
তুমি আজও আসনিকো আসবে না আর জানি ।
তুমি এখন অনেক দূরে যাওনি শুধু আমায় বলে
আচ্ছা তুমি দেখ আমায় ঐ আকাশের প্রান্ত সীমায়
শোন কি মোর প্রলাপ ধোনি যপি আমি দিন রজনী
তুমিই কেন আর এলেনা ভাসালেনা তোমার প্রেমে
কেন তুমি আর এলেনা ভাসলেনা মোর প্রেমের বানে
তুমিই কেন হারিয়ে যাবে আমায় রেখে গহিন বনে
পাইনা খুজে আলোর দিশা জালাও তুমি আলোক ছটা
মাঝ পথেতে নিভিয়ে দিলে হারিয়ে গেলে লুকিয়ে গেলে
চাওনি তুমি আর আসিতে চোখের জলের কান্না মুছে
আজও আমি বসে আছি তুমি আসবে বলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


