জীবনের মানে কি কেবলই ছুটে চলা ?
চলতে চলতে নিরুদ্দেশে হরিয়ে যাওয়া ??
আমরা চলছি কোন পথে থামবো কোথায় গিয়ে
নেই তা জানা। থামতে ইচ্ছে করে
ধান শালিকের পারে সবুজের নীড়
জীবনের মানে কি কেবলিই ভাড়ি বোঝা??
বইতে বইতে মাটিতে মিশে যাওয়া??
আমরা কিসের বোঝা বইছি নামাবো কোথায়
নেই তা জানা । বোঝা মুক্ত হতে ইচ্ছে করে
নির্মল বাতাসের মাঝে নদীর পারে
জীবনের মানে কি কেবলই না পাওয়ার আর্তনাদ?
কাদিতে কাদিতে বিলাপে ডুবে যাওয়া ??
আমরা কাঁদছি কিসের তরে কখন থামবে কান্না
নেই তা জানা । হাসতে ইচ্ছে করে
আকাশের পানে চেয়ে পাহাড়ের চূড়াতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


