New Fatua বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী মতিয়া বানু আজ আরেকটি ফতুয়া দিছেন । ফতুয়াটি হলো খালেদা নাকি নিজামীকে নবী মানেন, তাই উনি নিজামি সাঈদী এবং মুজাহিদের মুক্তি চেয়েছেন । আপনারাই বলেন এদের কি বলা যায় ।
আওয়ামী লীগ মুখে বলে ধর্মনিরপেক্ষ, আসলে এরা ধর্মবিরোধী । তবে ধর্ম নিয়ে রাজনীতি করতে এদের জুড়ি মেলা ভার । মতিয়া আরো বলেছিলেন বিএনপি যারা করে তারা জিয়ার উম্মত, আর যারা জামায়াত করে তারা নাকি মওদুদীর উম্মত, একমাত্র আওয়ামীলীগাররাই নবীজীর উম্মত ।
ভুতের মুখে রাম নাম, আর কি ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



