অনেক দিন ধইরাই সামু তে কিছু লিখমু ভাবতাসি । ভাবতে ভাবতে কেম্নে ১ মাস চইলা গেল টের অ পাইনাই
মাগার আইজকা কিছু লিখা ছারমু ভাবিবা শুরু করলাম
প্রথম ব্লগ কি লিখমু তা নিয়া ভাইবা ঠিক করলাম একটা বই এর কিছু অংশ বাংলা অনুবাদ করমু। বইমেলা তে অনুবাদ ত ভালই চলে সামু তে চলবো না কে ????
কিছুদিন ধইরা একটা বই এর কথা মাথায় ঘুরতাসে। J.D. Salinger এর Catcher In The Rye বইটার কিছু লাইন। বইটা পুরা পরিনাই আমি কারন pdf ফাইল পইরা মজা পাইনা
কিন্তু বইটার একটা জায়গা মাথায় ধুইকা গেসে।
"আমি ভেবেছিলাম আমি যা করবো তা হল আমি আচরণ করবো যে আমি বোবা-বধির দের একজন। এটা করলে আমার কারো সাথে বিনা কারণে কোন ধরনের ফালতু কথা বলতে হবে না ।
আমাকে যদি কারো কিছু বলতে হয় তাহলে তাদের সেটা একটা কাগজে লিখে আমার কাছে দিতে হবে । কিছু সময় পর তারা চরম বিরক্ত হয়ে যাবে এটা করতে করতে এবং তারা সারা জীবনের জন্য আমার সাথে কথা বলা থামিয়ে দিবে । "
Ghost In Shell : Stand Alone Complex এ "আমি ভেবেছিলাম আমি যা করবো তা হল আমি আচরণ করবো যে আমি বোবা-বধির দের একজন। " এই লাইন টাকে আরও পপুলার করেছে। সময় পেলে এই animation তা দেখে ফেলবেন । খারাপ লাগবেনা আশাকরি ^_^

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




