ফর্মাল বিয়ের জন্য বায়োডাটা তৈরী করা প্রয়োজন।
কয়েকজনের বায়োডাটা দেখলাম সেম্পল হিসাবে, কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত তথ্যের সন্নিবেশ হয়েছে বলে মনে হয়েছে। যেমন মামাতো ভাই এর বউ কি করে, সেই তথ্য পর্যন্ত আছে, চাচাতো ভাই এর শ্বশুর এর পেশা কি, সেটাও আছে। কত বিঘা কত কাঠা জায়গা আছে, সেটাও আছে। এই ধরণের তথ্যাদি মাত্রাতিরিক্ত মনে হয়েছে, আসলেই কি এইগুলো প্রয়োজন? কিন্তু প্রার্থী কত সালে স্কুল পাশ করেছে, সেটার কোনো তথ্য নাই, মানে প্রার্থী বয়স নিয়ে কোনো ধারণা নাই।
এমনও দেখেছি, ভাইস্তা, ভাতিজারা কোনো স্কুলে পড়ে, সেটাও উল্লেখ করা হয়েছে। আসলে এই সমাজে ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারাটাও মনে হয় সোশ্যাল স্ট্যাটাসের পরিমাপক হয়ে দাড়িয়েছে।
একটা ফর্মাল বিয়ের বায়োডাটাতে পাত্র এবং পাত্রীর কি কি তথ্য থাকা প্রয়োজন?
কিংবা অপর পক্ষের কি কি খেয়াল রাখা উচিত? মানে ছেলে বা মেয়ের বিয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে কি কি জিনিসের প্রতি খেয়াল রাখা উচিত?
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



