প্রথম ঘটনাটা প্রায় ১০ বছর আগেকার, দুইদিন পর কোরবাণীর ঈদ। ঢাকার খিলগাঁও এলাকার একটা ৭তলা বিল্ডিং এর ছাদে কোরবাণী উপলক্ষ্যে কিনে আনা হয়েছে ৩-৪টা ছাগল। নিরাপত্তা এবং স্হানাভাবে ছাদটাকেই ছাগল বাঁধার জন্য আদর্শস্হান মনে করা হলো। ছাগলগুলোকে বাঁধা হয়েছে ছাদের বাউন্ডারী ওয়াল ঘেঁষে থাকা পানির পাইপ এর সাথে। কোমর সমান উঁচু ওয়াল দেওয়া আছে সমগ্র ছাদে।
হঠাৎ একটা ছাগল ওয়াল টপকে ঝাঁপ দিলো। ছাগলের গায়ের ভারে রশি ছিড়ে ছাগলটা নিচে পড়ে গেল। ঘটনা দেখে বাসায় মানুষজন ছুরি নিয়ে দৌড় দিলো, জবাই করে দেওয়ার জন্য ছাগলটাকে। কিন্তু তার আগেই ছাগলটা মারা গেছে।
ছাগলটা ঠিক কি কারণে আত্মহত্যা করলো, সেটা জানা হলো না।
২য় ঘটনাটা মাত্র কিছুদিন আগে ঘটলো। একই ছাদ, ঐ বাসার বাড়ীওয়ালীর ছেলের বয়স ১৩ কি ১৪ হবে। সে ঐ ছাদ থেকে পড়ে গেল। সাত তলা থেকে পড়ে গিয়ে হাত, পা , মাথা ভাঙ্গলো, কিন্তু প্রাণে বেঁচে গেল।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



