আওয়ামীলীগের নেতারা এখন গরম গরম বক্তব্য দিচ্ছেন, তারা ক্রেডিট নিতে আসছেন এখন। মতিঝিলে শিবিরকে সমাবেশ করতে দিয়ে এখন শাহবাগে আসছে মায়া কান্না করতে। স্বরাষ্টপ্রতিমন্ত্রীতো শিবিরের প্রশংশায় পঞ্চমুখ।
সরকারের সাথে কোনো গোপন আঁতাতের কারণেই কাদের মোল্লার ফাঁসি হলো না, এটাই এখন সবার ধারনা।
জামায়াতীদের সাথে সাথে ভন্ড আওয়ামীলীগারদেরও বয়কট করার সময় এসেছে, তরুণ প্রজম্ম আশাকরি আর ভুল করবে না।
একদিকে ভার্চুয়াল আওয়ামী সৈনিকরা বলবে, বিচার নিয়ে হাউকাউ না করতে, যা হয়েছে ছোবহানাল্লাহ বলে মেনে নিতে, আর একদিকে তাদের দলের নেতারাই শাহবাগে গিয়ে ভাষণ দিচ্ছে!!!! কি সেলুকাস!!!!!!!!!!!
আর অনলাইনে ডাক্তার আইজুর দল কি করছে? এই আইজু কে? অনলাইনে আওয়ামীলীগের ঝান্ডাবাহক, তাই না?
ব্যক্তিগতভাবে আমি মনে করি, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আওয়ামীলীগের অতিকথন বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে প্রধান অন্তরায়। কেন আওয়ামীলীগে নেতাদের ট্রাইবুন্যালে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়?
জামায়াতীরা বিজয় সাইন দেখাবে, আর ডাক্তার আইজু আঙ্গুল চুষছে বসে বসে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



