গতকাল রাতে এনটিভির হা-শো তে কয়েকটা জোকস শুনেছিলাম। তার মাঝে একটা হলো,
ঘরের পুরুষ মানুষ হলো স্পিল্ট এসির আউটডোর ইউনিটের মতো, পুরুষ মানুষটা বাইরে যতই তর্জন গর্জন করুন, ঘরের ভিতরে একদম নিশ্চুপ।
তাকে জিজ্ঞাসা করা হলো, কেমনে এই সামঞ্জস্য বজায় রাখেন? তখন আউটডোর ইউনিট বললো, কাউকে ঠান্ডা রাখতে হলে অন্য কাউকে তো গরম হতেই হবে।
ইদানিং কালে বাংলালিংক এর ২-১টা বিজ্ঞাপন খুব মনে ধরেছে।
আপনি নিজের জীবন বিপন্ন করে সাত সাগর পাড়ি দিয়ে আসলেও পরিবারের কাছে আপনার ফুটা পয়সাও দাম নাই।
দুটা বিজ্ঞাপন দেখুন, নিজেই বুঝতে পারবেন।
ট্রেন ছেড়ে দিচ্ছে, তারপরও আপনি স্ত্রীর আবদারে আমলকি কিনতে গেলেন, কোনমতে আপনি আমলকি স্ত্রীর হাতে তুলে দিলেন, আর স্ত্রী লবণ নাই বলে ঠোঁট বাকা করলো, অথচ আপনি ট্রেনে উঠতে পারলেন না, সেটা নিয়ে তার কোনো বিকার নাই।
আট বছর নিরুদ্দেশ থাকার পর যখন ফেরত আসলেন, স্ত্রী আপনাকে ঘরেই ঢুকতে দিলো না, বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিলো।
ইউটিউব দেখতে না পেলে এই লিংকে দেখুন।
https://www.youtube.com/watch?v=E6NsFoU5hhs
https://www.youtube.com/watch?v=FWmQ-LtOuxM
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



