গত সোমবারের হরতালে তো ঘোষণা দিয়েছিলেন, সব স্কুল কলেজ খোলা থাকবে। জামায়াতীদের ডাকে হরতাল বয়কট করার ঘোষণা দিয়েছিলেন। হরতালের প্রতি অনাস্হা জানাবার জন্য এটা একটা ভালো উদ্যোগ, সন্দেহ নাই।
সেই হিসাবে স্কুল কলেজ খোলা রাখা হয়েছিলো, টিভিতে ভিডিও সহকারে সেটা দেখানোও হয়েছিলো।
আগামী রবিবার আবার মোল্লারা হরতাল ডেকেছে, হতে পারে এর আড়ালে জামায়াতে উস্কানী আছে। এইবার কি আপনি আবার স্কুল কলেজ খোলা রাখার ঘোষণা দিবেন?
যেভাবে ২দিন পর পর সমগ্র দেশে গন্ডগোল করছে কিছু লোক, এর মাঝে ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তার নিশ্চয়তা আপনি কিংবা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কি দিতে পারবেন?
আর যদি আগামীকাল আপনি আবার হরতালে স্কুল কলেজ খোলা রাখা নিয়ে কোনো ঘোষণা না দেন, তবে বলবো, গত সোমবারের হরতালে স্কুল খোলা রাখার ঘোষনাটা আপনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজী ছাড়া আর কিছু নয়।
আপনারা তো মন্ত্রী এমপিরা পুলিশ প্রহরাতে চলাচল করেন, হরতালের আঁচ আপনারা তো পান না।
বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে কোন মা, হঠাৎ করে একটা ইটের টুকরো ছুটে আসলো ছেলের চোখের উপর, এমন অবস্হা ঢাকা শহরে কোনো হরতালে হবে না, এর নিশ্চয়তা কি শিক্ষামন্ত্রী দিতে পারবেন?
গতসোমবারের হরতালে বাড্ডাতে জামাতীদের তাড়া খেয়ে একটা লেগুনা উল্টে একজন মারা গেছে। একবার চিন্তা করে দেখেছেন, সেই একজন কোনো স্কুলে যাওয়া ছাত্রও তো হতে পারতো। যদি তেমনটা হতো, তবে আপনি কি এর দায় নিতেন?
আমরা নিরাপদে থাকার নিশ্চয়তা চাই। কোনো রকম রাজনৈতিক জেদাজেদি করে ছোটছোট স্কুলে যাওয়া বাচ্চাদের বলির পাঁঠা বানাবেন না।
......................................................................................
বর্তমান পরিস্হিতিতে আমার এই পোস্টখানা সবার হয়ত ভালো নাও লাগতে পারে, তবে যার একট ছোট স্কুল পড়ুয়া সন্তান আছে, তিনি নিশ্চয় বুঝতে পারবেন, আমি কি বুঝাতে চাচ্ছি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



