আরিফ জেবতিক লেখছে - ক্ষমতায় চাড়াল, ভাংছে ম্যুরাল। এরা শুধু ম্যুরাল ভেংগেই থামছে না, রবি ঠাকুরের বাড়ি ভাংছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভাংছে।
আমি বাজি ধরে বলতে পারি - ইউনুসকে যদি সত্যজিৎ রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ত্বে উনি বলবেন - উনি কি কিস্তি শোধ করে নাই, এ ছাড়া তো বাড়ি ভাংগা তো ঠিক না।
আর ফারুকী বলবে ভারতীয় সংস্স্কৃৃতির আধিপত্য ঠেকাতে এই কাজ দরকার ছিলো।
আরে গাধার দল। এই স্থাপনাগুলোকে পর্যটকদের জন্যে রেখে দিলেওতো কিছু টাকা পয়সা আসতো।
এই চাড়ালদের কাছে আর কি আশা করি!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৫ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


