ঈদে একজন একটা মোবাইল গিফট করবে। জানতে চাইলো কোনটা আমার পছন্দ? কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা নিলে ভালো হবে। অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলে ভালো হয়।
আমি স্যামসাং নিতে চাচ্ছি। নোকিয়া ব্যবহার করছি, স্যামসাংয়ের কমদামি সেটগুলো আমার ভালো লাগেনি, একটু দামিগুলো কেমন হবে?
আমার চাওয়াগুলো হলো:
* ১। স্ট্যান্ডবাই ডুয়েল সিম, জিএসএম
* ২। কল+এফএম রেকর্ডার
* ৩। ব্লু টুথ
* ৪। ওয়াই ফাই
* ৫। সেকেন্ডারী ক্যামেরা
* ৬। জিপিএস
* ৭। অ্যান্ড্রয়েড, আপডেট করতে পারলে ভালো
* ৮। বিভিন্ন মেসেঞ্জার ব্যবহার করা যাবে
* ৯। ডিজাইন আই ফোনের মতো আয়তাকার হতে হবে
* ১০। টাচ সেনসিটিভিটি বেস্ট না হলেও বেটার হতে হবে
* ১১। দাম কমবেশি বিশ হাজার
এই ফোনটা কেমন হবে? রিভিউ অবশ্য বিপক্ষে।
এটা কেমন? অবশ্য, সেকেন্ডারী ক্যামেরা নাই
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




