লিখলে কে পড়বে তাও জানিনা।
একবার লিখেছিলাম পরে লজ্জা পেয়েছি নিজের লেখা পড়েই।
সাথে সাথে মুছেও দিলাম তবে এই বার মুছবনা।
কয়েকজনের লেখা আমার খুব ভাল লেগেছে।
একজনের কাছে আমি কৃতজ্ঞ।
এইযে এত কঠিন একটা শব্দ লিখলাম "কৃতজ্ঞ" এটা তাঁরই অবদান।
ধন্যবাদ
বিশেষ ধন্যবাদ SAYN কে!!
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




