কোন একটা রোগের চেয়ে ওই রোগ হওয়ার সন্দেহটা আর বেশি বিপদজনক। কেন বলছি এই কথা-যদিও আমি এখনো বিশ্বাস করিনা বাংলাদেশের অন্য কোন ক্রিকেটার ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত তবুও যদি এমনটা হয় তাহলে কি হবে তাই ভাবছি-আমরা বাংলাদেশের মানুষ এমনিতেই আবেগ প্রিয়,আবেগ বশত আমরা অনেক কথাই বলে ফেলি, হুট হাট অনেক কিছুই করে ফেলি।
আর ক্রিকেটের উপর এই জিনিসগুলা একটু বেশিই। তাই যদি এমন কোন কাল অধ্যায়ের সূচনা হয়-তাহলে কি আমরা সেই আগের মত হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে খেলা দেখতে পারব-হয়ত দেখা যাবে- এক ওভারে কোন ব্যাটসম্যান কোন রান করতে পারল না, তখনই হয়ত আমাদের মনে প্রশ্ন ঘুরপাক পাকে-কারন কি এইটা কি পাতান ম্যাচ? আবার হয়ত কোন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কোন বলার অনেক গুলা রান দিয়ে বসল তখন মনে বার বার প্রশ্ন জাগবে- বোলার কি
স্পট ফিক্সিং করছে? এমন কিছু আসলে আমরা চাই না, চাইনা আমাদের আবেগগুলো খুব সহজে সস্তা হয়ে যাক। আবার সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি -চলছে বাংলাদেশ বনাম কোন একটি দলের খেলা আর কেন জানি আমাদের গায়ের প্রতিটা লোম দাড়িয়ে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


