সকালে গাড়ীর রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট লাগাইতে মিরপুর বিআরটিএ গেছিলাম, সকাল ৬:৪৫ এ রওনা দিয়ে পৌছাইতে ৭:০২। চাইয়া দেখলাম সামনে ৬০/৭০ টা গাড়ি, কিন্তু দুর্নীতির ঠ্যালায় ১০০+ হইয়া গেলো !
সরকারী অফিস হওয়া সত্ত্বেও চমৎকার সিস্টেম, কিন্তু আমরা হইলাম বিশ্বচ্যাম্পিয়ন জাত, সকালে দুর্নীতি না করলে দুপুরের ভাত হজম হয় না আবার দুপুরে দুর্নীতি না করলে রাতে বদহজম হয়
সারাবছর গাড়ীতে চড়তে ভালোই লাগে, কিন্তু এই গাড়ীর জন্য বছরে একদিন মাত্র ৪/৫ঘণ্টা ব্যায় করতেই আমাদের গা চুলকায়, কুটকুট করে... র্যাশ বাইর হয় !
মাঝে মাঝে মনেহয়, এইযে রেলে কালো বিড়াল আর পদ্মার সাঁকো ইন্টারন্যাশনাল, এইগুলা আমাদের নিজেদের পাপের'ই শাস্তি..জাতিগত ভাবে আমরা কোনকালেই শুধরামু না, আমি নিজেও না !!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


