পরবর্তী নির্বাচনে আপনি কি ধরনের সরকার আশা করেন -- > বকলমিয় সরকার আশা করি
পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে বলে আপনার ধারনা? --> তারেক জিয়া বিশাল নেতা (প্রধান মন্ত্রীও হতে পারে)। জয় বাবু বিশাল নেতা (প্রধান মন্ত্রীও হতে পারে)। গি আ মামুন বিশাল জ্ঞানী ব্যাক্তিত্ব এবং ব্যাবসায়ী ...
পরিবারতন্ত্রের ব্যাপারে আপনার অভিমত কি? --> গনতন্ত্র নিপাত যাক . পরিবার তন্ত্র মুক্তি পাক,
জাতীয় নেতাদের সকল বিতর্কের্ উর্ধে রাখার ব্যাপারে আপনি কি একমত?-->তর্ক বিতর্কের নীচে রাখাই ভাল। আপনি যাহাই বলুন না কেন. . সকল কিছুই উহাদের মাথার উপর দিয়া যাইবে, , কিছুই ছুইবে না
প্রধান দুটি রাজনৈতিক দলের সংস্কারের প্রতিফলণ কি রূপ হলে ভাল হয় বলে মনে করেন? --> সংস্কারের প্রতিফলণ স্বরুপ অধিক পরিমানে তারেক জয় ফেলু নাছিম মামুন দের মত বিশিষ্ট জনদের তৈরী এবং লালন পালনের অবাধ সুযোগ চাই
স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী এর ব্যাপারে আপানার দৃষ্টি ভঙ্গি কি? প্রধান দুটি রাজনৈতিক দলের সরকার গঠনে জামায়াতকে তাদের নিজ দলে জোটভুক্তকরনকে আপনি কিভাবে দেখবেন? --> জামাতিদের বিশেষ অঙ্গে কনডম ফিট করার ব্যবস্থা করা উচিত। উহাদের োল সক্কলেই লইবে . . কিন্তু খড়ি টাইপের পরবর্তি প্রজন্ম যাহাতে না উতপন্ন হয় , সে ব্যাপারে বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন।
তয় জাই কন না ভাই, সব কইলাম হাচিনা আর আমিলিকের দুষ, এই আমি এতক্ষণ যা কইলাম , হেইডাও। এ হামিদা আপায় শিখাইছে. ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



