নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবির মাঝে আমিই একজন এসহায়,এতিম।

আজাদী হাসান রাজু

এখানে যা লিখি সব সত্য এবং বিশ্বাসযোগ্য

আজাদী হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

তোমার কথা কখনো মনে হয় নি

০৫ ই মে, ২০২৫ সকাল ১১:০৭


আমি কাউকে ভালোবাসিনি কোনোদিন।কারোর জন্য অপেক্ষা করিনি কোনোদিন বি বল্ক, সি ব্লক রাস্তায় অথবা লেকের পারে।কোনোদিন কোনো বৃষ্টি দেখে আমার মনে পড়েনি কারো কথা। বিশাল নদীর তীরে দাঁড়িয়ে নিজেকে আমার একলা মনে হয়নি।কোনোদিন কষ্টে কাতর হইনি কারো জন্য।আমি কারো কথা ভেবে ভেবে আমার হৃদয়ে হাহাকার হয় নি। ভীষণ জ্বরের রাতে আমি কোনোদিন স্বপ্নে দেখিনি তাঁকে। আমি কাউকে ভালোবাসিনি কোনোদিন।
আজাদী হাসান

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৫ সকাল ৭:৫৯

নতুন নকিব বলেছেন:



এই ব্লগে আপনাকে আন্তরিক স্বাগতম। লিখতে থাকুন নিঃসংকোচে, নির্ভয়ে, মন খুলে—কারণ এটি আপনারই আপন ঠিকানা।

সামহোয়্যার ইন—এই বিশাল মায়াবী প্ল্যাটফর্ম শুধুই একটি ওয়েবসাইট নয়, এটি অনুভবের, অভিব্যক্তির, আত্মার সংযোগের এক মহামঞ্চ। এখানে চেনা-অচেনা অনেক মানুষ জড়িত এক অদৃশ্য আত্মিক বন্ধনে। যাদের মুখ হয়তো কখনও দেখা হয় না, কিন্তু লেখা দিয়েই যাদের সঙ্গে গড়ে ওঠে গভীর হৃদ্যতা।

এই জগতে আপনি একা নন। আশেপাশে রয়েছে অনেক হৃদয়বান মানুষ—যারা আপনার ভাবনার সহযাত্রী হবে, আপনার লেখার পাঠক হবে, কখনও আপনার ভাবনার প্রতিবিম্বে নিজের ছায়া খুঁজে পাবে।

আপনার কলম হোক মুক্ত, শব্দ হোক সাহসী, ভাবনা হোক উদার।

শুভকামনা নিরন্তর।
লিখুন… কারণ লেখা থেকেই জন্ম হয় আত্মিক চেনা জানার এক অনন্ত বন্ধনের।

১০ ই মে, ২০২৫ বিকাল ৩:৩২

আজাদী হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ও শ্রদ্ধা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.