একটি ভৌগলিক সনেট
বাঁকহীন সব নদীগুলো সরল রেখায় বহতা
মূক পাখিরা সুর ভুলেছে, মৌনতা সুনসান
গ্র্যান্ড ক্যানিয়ন প্রেইরি যেন, নেই তার গহীনতা
কোটাহুসাইয়ের সমতলে চাষ হয় ইরি ধান।
কোহ-ই-নুর হলো দ্যুতিহীন, ঠিক যেন ঘসা কাচ,
ব্ল্যাকস্মিথের জ্বলন্ত ফোর্জ, নেই তার কোন আঁচ।
কোথায় হারালো আগুনের আঁচ, কোথায় নদীর বাঁক?
হীরের দ্যুতি, উপত্যকা, কোথায় পাখির ডাক?
তোমার কণ্ঠে ঠাই নিয়েছে সকল... বাকিটুকু পড়ুন

