ইশ. . . সময় থাকতে কেন যে সবকিছু মনে থাকে না। রোজা শুরুর দিন থেকে ভাবছিলাম দোকানদার'দের সাথে দর কষাকষি অর্থাৎ বারগেইনিং'এর উপর দূর্দান্ত শিক্ষামূলক একটা পোষ্ট লিখব।
ছোটবেলায় পিতৃমহোদয়ের সাথে শপিংয়ে গিয়ে, তাঁর দরকষাকষি দেখে এবং বড় হয়ে তার সাথে নিজের আবিস্কৃত কিছু ফর্মুলা মিশিয়ে বর্তমানে আমি একজন তুখোর বারগেইনার।
তো, আমার এই বিশেষ পান্ডিত্য ঈদ'এর কেনাকাটা কে সামনে রেখে সামু'র সকল ব্লগার'এর সেবায় পেষ করতে চেয়েছিলাম।
যার মধ্যে থাকত এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা সিটি, গুলশান-বনানী'র মার্কেট গুলিতে কিভাবে বারগেইন করে ন্যায্য মূল্যে কেনাকাটা করা যায়, সো কল্ড ফিক্সড্ প্রাইস'এর দোকান গুলো থেকেও কিভাবে ডিসকাউন্ট আদায় করা যায়, দোকান'এর ম্যানেজার বা সেল্সম্যান'এর সাথে কথা বলে বলে কিভাবে কোন জিনিস'এর আসল দাম সম্পর্কে ধারনা করা যায়, সেল্সম্যান কে কিভাবে সাইকোলোজিক্যাল আ্যাটাক করে জিনিসের দাম কমাতে বাধ্য করা যায় এই সমস্ত বিষয়।
কিন্তু আজ লিখি কাল লিখি করতে করতে হঠাৎ দেখি রোজা শেষ।
এখন আর ঐটা লিখে কোন লাভ নাই (থুক্কু লাভ নেই)।
ধুত্তুরি... কেন যে আ্যাত অলস হলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



