somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৭

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। যমুনা নদী পদ্মার সাঙ্গে মিলিত হয়েছে কোথায়?
(ক) চাঁদপুরে (খ) গাইবান্ধায় √(গ) গোয়ালন্দে (ঘ) ভৈরবে।
২। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?
(ক) ১৬ ডিসেম্বর (খ) ১৪ ডিসেম্বর √(গ) ২১ নভেম্বর (ঘ) ৭ নভেম্বর।
৩। সিল্ক সিটি কি?
√(ক) ট্রেন (খ) এসি বাস (গ) যোগাযোগ কোম্পানি (ঘ) তথ্যপ্রযুক্তির নতুন ব্যবস্থা।
৪। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা কে?
(ক) আলতাফ মাহমুদ (খ) রাজিয়া বানু √(গ) সেলিনা রহমান (ঘ) সফিক তুহিন।
৫। গরম পানির ঝরণা কোথায় অবস্থিত?
(ক) কুলাউড়া পাহাড়ে (খ) গারো পাহাড়ে √(গ) সীতাকুন্ড পাহাড়ে (ঘ) লালমাই পাহাড়ে।
৬। কুমিল্লার পূর্ব নাম কি?
(ক) নাসিরাবাদ (খ) ইসলামাবাদ (গ) জালালাবাদ √(ঘ) ত্রিপুরা।
৭। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
(ক) দক্ষিণ আফ্রিকা (খ) সিয়েরা লিওন √(গ) সেনেগাল (ঘ) কেনিয়া।
৮। গৌড়ের ‘বড় সোনা মসজিদ’ কে নির্মাণ করেছেন?
(ক) আলাউদ্দিন হোসেন শাহ (খ) শায়েস্তা খান (গ) নাদির শাহ √(ঘ) নুসরত শাহ।
৯। পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?
(ক) মাওলানা ভাসানী (খ) এ কে ফজলুল হক √(গ) মাওলানা আকরাম খাঁ (ঘ) ধীরেন্দ্রনাথ দত্ত।
১০। কোন উপজাতিরা মুসলমান?
(ক) রাখাইন (খ) মুরং √(গ) পাঙন (ঘ) ওরাং।
১১। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা কোনটি?
(ক) রাজশাহী (খ) খুলনা (গ) ঠাকুরগাঁও √(ঘ) চাঁপাইনবাবগঞ্জ।
১২। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে কোন নদী?
√ (ক) মহানন্দা (খ) নাগর (গ) কুলিন (ঘ) টাঙ্গন।
১৩। কোন মুঘল সম্রাট ‘Prince of Builders’ নামে খ্যাত?
(ক) আকবর (খ) বাবর √(গ) শাহজাহান (ঘ) জাহাঙ্গির।
১৪। বাংলাদেশের একমাত্র তৈল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারী’ কোথায় অবস্থিত?
√ (ক) চট্টগ্রামে (খ) ঢাকায় (গ) খুলনায় (ঘ) সিলেটে।
১৫। ‘মাটির ময়না’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) হুমায়ুন আহমেদ √(খ) তারেক মাসুদ (গ) আনভীর মোকাম্মেল (ঘ) আমজাদ হোসেন
১৬। কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায়?
(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য √(গ) জাপান (ঘ) জার্মানি।
১৭। বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
(ক) সিলেট √(খ) রাজশাহী (গ) খুলনা (ঘ) বরিশাল।
১৮। ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
√(ক) হাজী শরীয়তউল্লাহ (খ) সৈয়দ আহমদ শহীদ (গ) তিতুমীর (ঘ) ফকির মজনু শাহ।
১৯। ‘জুম’ বলতে কি বোঝায়?
√(ক) এক ধরনের চাষাবাদ (খ) এক ধরনের ফুল (গ) গুচ্ছগ্রাম (ঘ) পাহাড়ি জনগোষ্ঠীর নাম
২০। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি?
(ক) কর্ণফুলী (খ) সুরমা (গ) সাঙ্গু √(ঘ) নাফ।
২১। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(ক) বরিশাল √(খ) জয়দেবপুর (গ) দিনাজপুর (ঘ) বাগেরহাট।
২২। জাতীয় সংসদের কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়?
(ক) ৯০ জন (খ) ৭৫ জন √(গ) ৬০ জন (ঘ) ৫০ জন।
২৩। বাংলাদেশের কোন শিল্পী দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হন?
√(ক) জয়নুল আবেদীন (খ) এস এম সুলতাম (গ) কামরুল হাসান (ঘ) শফিউদ্দিন আহমেদ
২৪। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
(ক) মংলা (খ) নারায়গঞ্জ √(গ) চট্টগ্রাম (ঘ) গোয়ালন্দ।
২৫। ‘দি টাইগার অব বাইসাইকেল’ বলা হয় কোন দেশকে?
(ক) হংকং (খ) ইন্দোনেশিয়া (গ) মালয়েশিয়া √(ঘ) ভিয়েতনাম।
২৬। হযরতবাল মসজিদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(ক) উত্তর প্রদেশ √(খ) কাশ্মীর (গ) আসাম (ঘ) মধ্য প্রদেশ।
২৭। ট্রেম্পল ট্রি কোন দেশের প্রেসিডেন্টের সরকারি বাসভবন?
(ক) স্পেন (খ) ইন্দোনেশিয়া (গ) চীন √(ঘ) শ্রীলংকা।
২৮। ইউফ্রেটিস নদীর অন্যনাম কি?
√(ক) ফোরাত (খ) নীলনদ (গ) দজলা (ঘ) টাইগ্রিস।
২৯। সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে?
(ক) ভূ-মধ্যসাগর ও কৃষ্ণসাগর (খ) উত্তর সাগর ও বাল্টিক সাগর
(গ) আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগর √(ঘ) লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর।
৩০। ইউরো মুদ্রা চালু হয় কোন সনে?
(ক) ১৯৯৮ সাল √(খ) ১৯৯৯ সাল (গ) ২০০০ সাল (ঘ) ২০০১ সাল।
৩১। পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
(ক) সৌদি আরব √(খ) ইন্দোনেশিয়া (গ) মালয়েশিয়া (ঘ) পাকিস্থান।
৩২। রয়টার কোন দেশের সংবাদ সংস্থা?
√(ক) যুক্তরাজ্য (খ) যুক্তরাষ্ট্র (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।
৩৩। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আর্ন্তজাতিক সংস্থা?
(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য √(গ) জার্মানি (ঘ) ইতালি।
৩৪। ইসরাইল রাষ্ট্র কোন সনে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৭ সাল √(খ) ১৯৪৮ সাল (গ) ১৯৪৯ সাল (ঘ) ১৯৫০ সাল।
৩৫। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
√(ক) উইলিয়াম কেরী (খ) উইলিয়াম ইয়েট্স (গ) লর্ড ওয়েলেসলী (ঘ) মার্শম্যান।
৩৬। ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দু’টি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
(ক) ইসরাইল ও জর্ডান (খ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
(গ) চীন ও তাইওয়ান √(ঘ) ভারত ও পাকিস্তান।
৩৭। সুমাত্রাকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে-
√(ক) মালাক্কা প্রণালী (খ) দার্দানেলিস প্রণালী (গ) সান্দা প্রণালী (ঘ) হরমুজ প্রণালী।
৩৮। পশ্চিম আফ্রিকা কোন দেশের পূর্ব নাম?
(ক) নামিবিয়া √(খ) অ্যাঙ্গোলা (গ) জিম্বাবুয়ে (ঘ) গায়ানা।
৩৯। “সমুদ্র সৈকত” কোন দেশের জাতীয় প্রতীক?
(ক) ইতালি (খ) সুইডেন (গ) সুইজারল্যান্ড √(ঘ) ডেনমার্ক।
৪০। চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণ করেন কে?
(ক) এডুইন অলড্রিন (খ) মাইকেল কলিন্স √(গ) নীল আর্মস্ট্রং (ঘ) ইউরি গ্যাগারিন।
৪১। গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
(ক) ভারত মহাসাগরে (খ) আটলান্টিক মহাসাগরে (গ) দক্ষিণ মহাসাগরে √(ঘ) প্রশান্ত মহাসাগরে।
৪২। পোল্যান্ডের রাজধানীর নাম কি?
(ক) হেলসিংকি √(খ) ওয়ারশ (গ) অসলো (ঘ) স্টকহোম।
৪৩। বর্তমান বিশ্বে তেল রপ্তানিকারক দেশ কোনটি?
(ক) ইরাক (খ) ইরান (গ) কুয়েত √(ঘ) সৌদি আরব।
৪৪। “দি স্টেটম্যান” পত্রিকাটি কোন দেশের?
(ক) ব্রিটেন (খ) আমেরিকা (গ) ফ্রান্স √(ঘ) ভারত।
৪৫। বিশ্বকাপ হকি শুরু হয় কবে থেকে?
(ক) ১৯৫৭ সালে √(খ) ১৯৭০ সালে (গ) ১৯৭৫ সালে (ঘ) ১৯৮২ সালে।
৪৬। প্রথম ‘মহিলা বিশ্বকাপ ফুটবল’ কোন দেশে অনুষ্ঠিত হয়?
(ক) যুক্তরাষ্ট্রে (খ) যুক্তরাজ্যে (গ) জার্মানিতে √(ঘ) চীনে।
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
√(ক) বউ ঠাকুরানীর হাট (খ) শেষের কবিতা (গ) নৌকাডুবি (ঘ) গোরা।
৪৮। ‘মুস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) গোলাম মোস্তফা (খ) মু. শহীদুল্লাহ (গ) মু. বরকত উল্লাহ √(ঘ) মাওলানা আকরাম খাঁ
৪৯। বাংলা গদ্যের জনক কে?
(ক) অক্ষয় কুমার দত্ত √(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) রাজা রামমোহন রায় (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৫০। বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
(ক) কুটীললিপি (খ) দেবনাগরী (গ) খরোষ্টী √(ঘ) ব্রাহ্মী।
৫১। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
(ক) প্রাকৃত পৈঙ্গল (খ) গীত গোবিন্দ √(গ) চর্যাপদ (ঘ) শ্রীকৃষ্ণকীর্তন।
৫২। সৈয়দ ওয়ালীউল্লাহ এর লেখা ‘লালসালু’ উপন্যাটি কোন কোন ভাষায় অনুদিত হয়েছে?
(ক) ফারসি ও উর্দু √(খ) ফারসি ও ইংরেজি (গ) আরবি ও ইংরেজি (ঘ) আরবি ও উর্দু।
৫৩। ‘সাহিত্য রত্ন’ উপাধি কার?
(ক) মোজাম্মেল হক √(খ) নজিবর রহমান (গ) সমর সেন (ঘ) আব্দুল করিম।
৫৪। বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম কে ব্যবহার করেন?
√(ক) রাজা রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
৫৫। ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
(ক) গৃহদাহ (খ) সংশপ্তক (গ) চরিত্রহীন √(ঘ) কৃষ্ণকান্তের উইল।
৫৬। ‘বঙ্গ দর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মোজাম্মেল হক (গ) ড. এনামুল হক √(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭। ‘বাংলার মিল্টন’ বলা হয় কাকে?
(ক) নজরুলকে (খ) রবীন্দ্রনাথকে √(গ) হেমচন্দ্রকে (ঘ) সত্যেন্দ্রনাথ দত্তকে।
৫৮। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?
(ক) শিথিলা (খ) ঢাকা (গ) আরাকান √(ঘ) কলকাতা।
৫৯। পেনিসিলিন ঔষধ তৈরি করা হয়-
(ক) শৈবাল থেকে √(খ) ছত্রাক থেকে (গ) ব্যাকটেরিয়া থেকে (ঘ) ভাইরাস থেকে।
৬০। নিচের কোনটির আধান (চার্জ) নেই?
(ক) ইলেকট্রন √(খ) নিউট্রন (গ) প্রোটন (ঘ) আয়ন।
৬১। রক্তশূন্যতা বলতে কি বুঝায়?
(ক) রক্তের পরিমাণ কমে যাওয়া √(খ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস যাওয়া
(গ) রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া (ঘ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া।
৬২। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
(ক) ৩২.৪°F (খ) ৩৭°F √(গ) ৯৮.৪°F (ঘ) ১০০°F ।
৬৩। মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্বয়ে গঠিত?
(ক) ১১ টি (খ) ২১ টি √(গ) ৩৩ টি (ঘ) ২৬ টি।
৬৪। মানবদেহে শতকরা কতভাগ পানি থাকে?
(ক) ৪০% - ৫০% (খ) ৫০% - ৬০% √(গ) ৬০% - ৭০% (ঘ) ৭০% - ৭৫%।
৬৫। রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে?
(ক) প্লাজমা (খ) শ্বেতকণিকা √(গ) লোহিত কণিকা (ঘ) অণুচক্রিকা।
৬৬। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কত ক্যালরি শক্তির প্রয়োজন হয়?
(ক) ২৩০০ কিলোক্যালরি √(খ) ২৫০০ কিলোক্যালরি
(গ) ২৮০০ কিলোক্যালরি (ঘ) ৩২০০ কিলোক্যালরি
৬৭। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
(ক) ক্রোমাটোপ্লাস্ট (খ) ক্লোরোপ্লাস্ট √(গ) ক্রোমোপ্লাস্ট (ঘ) লিউকোপ্লাস্ট।
৬৮। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
(ক) খনির ভেতর (খ) পাহাড়ের ওপর √(গ) মেরু অঞ্চলে (ঘ) বিষুব অঞ্চলে।
৬৯। জন্ডিস রোগ শরীরের কোথায় হয়?
√(ক) যকৃতে (খ) ত্বকে (গ) চক্ষুতে (ঘ) ফুসফুসে।
৭০। কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত?
√(ক) আটলান্টা, যুক্তরাষ্ট্র (খ) জেনেভা, সুইজারল্যান্ড
(গ) মুম্বাই, ভারত (ঘ) টোকিও, জাপান।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৪
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৬
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×