somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
√(ক) কর্কটক্রান্তি রেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) নিরক্ষরেখা (ঘ) মূল মধ্যরেখা।
২। চিংড়ি মাছের গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) খুলনা (খ) বাগেরহাট (গ) সাতক্ষীরা √(ঘ) পাইকগাছা।
৩। প্রখ্যাত ছবি ‘তিন কন্যা’ এঁকেছেন কে?
(ক) জয়নুল আবেদীন (খ) হামিদুজ্জামান খান (গ) রফিকুন্নবী √(ঘ) কামরুল হাসান।
৪। বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক অগ্রাধিকারমূলক খাত কোনটি?
√(ক) শিক্ষা খাত (খ) প্রতিরক্ষা খাত (গ) সমাজসেবা খাত (ঘ) সংস্থাপন খাত।
৫। আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন।
(ক) খ্রিস্টপূর্ব ৩৩৩ অব্দে (খ) খ্রিস্টপূর্ব ৩২৯অব্দে
√(গ) খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে (ঘ) খ্রিস্টপূর্ব ৩২৫ অব্দে।
৬। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
(ক) আগরতলায় √(খ) কলকাতায় (গ) লন্ডনে (ঘ) দিল্লীতে।
৭। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
√(ক) শেরশাহ (খ) আকবর (গ) জাহাঙ্গীর (ঘ) আওরঙ্গজেব।
৮। সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রামমোহন রায় √(গ) উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) হান্টার।
৯। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
(ক) ১০৭৬ সনে √(খ) ১১৭৬ সনে (গ) ১২৭৬ সনে (ঘ) ১৩৭৬ সনে।
১০। আনন্দ বিহার কোথায় অবস্থিত?
√(ক) ময়নামতি (খ) পাহাড়পুর (গ) মহাস্থানগড় (ঘ) সোনারগাঁও
১১। রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়?
(ক) তেল √(খ) কয়লা (গ) গ্যাস (ঘ) চুনাপাথর।
১২। বাংলাদেশ কোন বছরে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
√(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭৫ সালে।
১৩। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
(ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ √(খ) ফখরুদ্দীন মোবারক শাহ
(গ) ফকরুদ্দিন জহির শাহ (ঘ) মোহাম্মদ ঘুরী।
১৪। দীন-ই-ইলাহী প্রবর্তন করেন কে?
(ক) সম্রাট জাহাঙ্গীর (খ) সম্রাট শাহজাহান √(গ) সম্রাট আকবর (ঘ) সম্রাট আওরঙ্গজেব।
১৫। স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর?
(ক) ১১০ বছর √(খ) ১০০ বছর (গ) ৯০ বছর (ঘ) ৮০ বছর।
১৬। বাংলাদেশে কবে পবরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৪ সালে √(গ) ১৯৭৬ সালে (ঘ) ১৯৭৮ সালে।
১৭। জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের স্থপতির নাম কি?
(ক) এফ আর খান (খ) বোব বুই (গ) লুই কান √(ঘ) লারোস।
১৮। ‘আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ ঢাকার কোথায় অবস্থিত?
√(ক) সেগুনবাগিচা (খ) উত্তরা (গ) মগবাজার (ঘ) মতিঝিল।
১৯। BAPEX -এর পুরো নাম-
(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোর্ট (খ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোজার
√(গ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন (ঘ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপার্ট।
২০। সাতজন বীর শ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন?
√(ক) মোস্তফা কামাল (খ) রুহুল আমীন (গ) মুন্সী আব্দুর রব (ঘ) মতিউর রহমান।
২১। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
(ক) এশিয়া (খ) দক্ষিণ আমেরিকা √(গ) আফ্রিকা (ঘ) অস্ট্রেলিয়া।
২২। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
(ক) দক্ষিণ আফ্রিকা (খ) আলজেরিয়া √(গ) মিশর (ঘ) ব্রাজিল।
২৩। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
√(ক) মিশর (খ) রোম (গ) লেবানন (ঘ) গ্রিস।
২৪। রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়?
√(ক) ১৮৬৪ সালে (খ) ১৮৪৬ সালে (গ) ১৯৬৪ সালে (ঘ) ১৯৪৬ সালে।
২৫। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
(ক) ৮ মার্চ √(খ) ৭ এপ্রিল (গ) ১৫ নভেম্বর (ঘ) ৩১ মে।
২৬। মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
√(ক) রিংগিত (খ) বাথ (গ) পেশো (ঘ) ইয়েন।
২৭। আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয় কোন তারিখে?
(ক) ১ মার্চ (খ) ৩ মার্চ (গ) ৬ মার্চ √(ঘ) ৮ মার্চ।
২৮। রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
(ক) ব্যাডেন পাওয়েল (খ) পল পি হ্যারিস √(গ) হেনরি ডুনান্ট (ঘ) আলফ্রেড নোবেল।
২৯। ইউনেস্কোর কর্তৃক কবে একুশে ফেব্র“য়ারি ‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
(ক) ৭ নভেম্বর, ১৯৯৯ √(খ) ১৭ নভেম্বর, ১৯৯৯ (গ) ২০ নভেম্বর, ১৯৯৯ (ঘ) ২৩ নভেম্বর, ১৯৯৯
৩০। ‘ইউরো’ কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) ইতালিতে √(খ) জার্মানিতে (গ) যুক্তরাজ্যে (ঘ) প্যারিসে।
৩১। আফ্রিকার বৃহত্তর হ্রদ কোনটি?
(ক) তাঞ্জানিয়া (খ) রুডলফ (গ) আলবার্টন √(ঘ) ভিক্টোরিয়া।
৩২। ‘হামাস’ কোন দেশের জঙ্গি দল?
(ক) ইরাক √(খ) ফিলিস্তিন (গ) যুক্তরাষ্ট্র (ঘ) ইসরাইল।
৩৩। সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
(ক) চীন √(খ) জাপান (গ) ইংল্যান্ড (ঘ) কোরিয়া।
৩৪। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
(ক) প্যারিস (খ) জেনেভা (গ) রোম √(ঘ) লন্ডন।
৩৫। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কে জেনেভা কনভেনশন কোন সনে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯২৫ সনে √(খ) ১৯৪৯ সনে (গ) ১৯৬৬ সনে (ঘ) ১৯৭২ সনে।
৩৬। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
(ক) বৈকাল (খ) ভিক্টোরিয়া (গ) আরল √(ঘ) কাস্পিয়ান।
৩৭। পূর্বে শ্যামদেশ নামে পরিচিতি ছিল কোন দেশ?
(ক) মালয়েশিয়া (খ) ইন্দোনেশিয়া (গ) মায়ানমার √(ঘ) থাইল্যান্ড।
৩৮। ‘পবিত্র ভূমি’ নামে পরিচিত কোনটি?
√(ক) প্যালেস্টাইন (খ) জেরুজালেম (গ) জেদ্দা (ঘ) তায়েফ।
৩৯। আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
(ক) প্রশান্ত মহাসাগর (খ) ভারত মহাসাগর √(গ) দক্ষিণ মহাসাগর (ঘ) উত্তর মহাসাগর।
৪০। কমনওয়েলথভুক্ত কোন দেশটি আকারে সর্ববহৎ?
√(ক) কানাডা (খ) অস্ট্রেলিয়া (গ) দক্ষিণ আফ্রিকা (ঘ) ভারত।
৪১। ‘লুফথানসা’ কোন দেশের বিমান সংস্থা?
(ক) ইন্দোনেশিয়া (খ) গ্রীস (গ) ফ্রান্স √(ঘ) জার্মানি।
৪২। পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
(ক) অষ্ট্রেলিয়া (খ) মালয়েশিয়া √(গ) ইন্দোনেশিয়া (ঘ) ব্র“নাই।
৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
(ক) ৪ জুলাই, ১৯১৪ (খ) ৪ জুলাই, ১৯৪০ √(গ) ১ সেপ্টেম্বর, ১৯৩৯ (ঘ) ১সেপ্টেম্বর, ১৯৪০
৪৪। নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রি?
(ক) ১৮০° (খ) ৯০° (গ) ৪৫° √(ঘ) ০° ।
৪৫। প্রধানত কয়টি কারণে ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হয়?
(ক) ৮টি (খ) ৯টি √(গ) ১০টি (ঘ) ১১টি।
৪৬। কখন প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৮৬ সালে (খ) ১৯৮৭ সালে √(গ) ১৯৮৮ সালে (ঘ) ১৯৮৯ সালে।
৪৭। অভিষেক টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
√(ক) নাঈমুর রহমান দুর্জয় (খ) আমিনুল ইসলাম বুলবুল
(গ) আকরাম খান (ঘ) খালেদ মাসুদ পাইলট
৪৮। ‘লিভিং হিস্ট্রি’- এই গ্রন্থটির রচয়িতা কে?
(ক) স্টিফেন হকিং √(খ) হিলারি রডহ্যাম ক্লিনটন (গ) জন জেক্স (ঘ) হ্যারল্ড রবিন্স।
৪৯। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
(ক) ফররুখ আহমদ (খ) সুকুমার রায় √(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) মু. এনামুল হক
৫০। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
√(ক) রাখালী (খ) সোজন বাদিয়ার ঘাট (গ) নক্সী কাঁথার মাঠ (ঘ) বালুচর।
৫১। ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
(ক) গোলাম মোস্তফা (খ) বন্দে আলী মিয়া (গ) আহসান হাবীব √(ঘ) ফররুখ আহমদ।
৫২। ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ (খ) ড. মু. শহীদুল্লাহ (গ) মোঃ আবদুল হাই √(ঘ) মোঃ বরকতুল্লাহ
৫৩। রবীন্দ্রনাথের জন্ম কত সালে?
(ক) ১৮৪১ সালে (খ) ১৮৫০ সালে √(গ) ১৮৬১ সালে (ঘ) ১৮৮০ সালে।
৫৪। ‘মুক্তযুদ্ধের ইতিহাস : দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
(ক) আহসান হাবিব (খ) হাসান আজিজুল হক √(গ) হাসান হাফিজুর রহমান (ঘ) আবুল হাসান
৫৫। ‘ঠক চাচা’র সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
(ক) হুতোম প্যাঁচার নকশা (খ) নববাবু বিলাস
√(গ) আলালের ঘরের দুলাল (ঘ) কলিকাতা কমলালয়।
৫৬। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে?
(ক) কাজী দওলত (খ) মুহম্মদ কবীর √(গ) শাহ্ মুহম্মদ সগীর (ঘ) শেখ ফয়জুল্লাহ।
৫৭। ‘Paradise Lost’ কে রচনা করেন?
(ক) উইলিয়াম ওয়র্ডওয়ার্থ (খ) লর্ড টেনিসন √(গ) জন মিল্টন (ঘ) পি বি শেলী।
৫৮। বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
(ক) মোহিতলাল মজুমদার (খ) হরপ্রসাদ শাস্ত্রী √(গ) রাজা রামমোহন রায় (ঘ)ঈশ্বরচন্দ্র গুপ্ত
৫৯। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
(ক) এগারটি (খ) নয়টি √(গ) দশটি (ঘ) আটটি।
৬০। সবচেয়ে হালকা কণিকা-
(ক) নিউট্রন (খ) প্রোটন √(গ) ইলেকট্রন (ঘ) ফোটন।
৬১। যে বস্তু সকল আলো প্রতিফলিত করে তার রং-
(ক) কালো (খ) লাল √(গ) সাদা (ঘ) বেগুনী।
৬২। কোনটি নিস্ক্রিয় গ্যাস?
√(ক) হিলিয়াম (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) হাইড্রোজেন।
৬৩। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
(ক) কম হয় (খ) খুব কম হয় (গ) বেশি হয় √(ঘ) একই থাকে।
৬৪। কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙ্গতে সাহায্য করে?
(ক) হাইড্রোজেন সালফাইড √(খ) ক্লোরিন (গ) ব্রোমিন (ঘ) ফ্লোরিন।
৬৫। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?
(ক) হ্যালি (খ) লারা (গ) উল্কা √(ঘ) লাইনিয়ার।
৬৬। সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
(ক) লাল (খ) কমলা (গ) কালো √(ঘ) নীল।
৬৭। বস্তুর ধর্ম ধারণ করে এ রকম ক্ষুদ্রতম কণিকার নাম কি?
(ক) পরমাণু √(খ) অণু (গ) কণা (ঘ) মৌল।
৬৮। মূলের বৃদ্ধি কমে যায় ও শাখার শীর্ষ মরে যায় কিসের অভাবে?
√(ক) বোরন (খ) পটাসিয়াম (গ) লৌহ (ঘ) নাইট্রোজেন।
৬৯। পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় কিসের অভাবে?
(ক) নাইট্রোজেন (খ) ম্যাগনেসিয়াম √(গ) পটাসিয়াম (ঘ) বোরন।
৭০। কত সালে মোস্তফা জব্বার প্রথম কম্পিউটারে বাংলায় কম্পোজ করেন?
√(ক) ১৯৮৭ সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৭৮ সালে (ঘ) ১৯৯২ সালে।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×