somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৬

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
(ক) সাভারে √(খ) চট্টগ্রামে (গ) মংলায় (ঘ) ঈশ্বরদীতে।
২। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
(ক) ধর্মপাল √(খ) গোপাল (গ) দেবপাল (ঘ) রামপাল।
৩। চিরস্থায়ী বন্দোবস্ত কার সময়ে প্রবর্তিত হয়?
√(ক) কর্নওয়ালিস (খ) ডালহৌসি (গ) হেস্টিংস (ঘ) ক্যানিং।
৪। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
(ক) দিনাজপুর (খ) রাজশাহী √(গ) নাটোর (ঘ) রংপুর।
৫। ‘বেঙ্গল ফাউন্ডেশন’ কি?
√(ক) আর্ট গ্যালারি (খ) আবাসিক এলাকা (গ) চিত্রকর্ম (ঘ) চলচ্চিত্র।
৬। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন এর নাম কি ছিল?
(ক) মহাস্থান (খ) কর্ণসুবর্ণ √(গ) পুন্ড্রনগর (ঘ) রামাবতী।
৭। বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার’ দেশ বলা হয়?
(ক) চট্টগ্রাম (খ) বাগেরহাট √(গ) সিলেট (ঘ) রাজশাহী।
৮। কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দু’টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে?
√(ক) ষষ্ঠ শতক (খ) অষ্টম শতক (গ) দশম শতক (ঘ) একাদশ শতক।
৯। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
√(ক) ১৭৯৩ সালে (খ) ১৮৫৭ সালে (গ) ১৮৭০ সালে (ঘ) ১৮৯৬ সালে।
১০। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২ (খ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
√(গ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (ঘ) ১৭ নভেম্বর, ১৯৭৪।
১১। বাংলাদেশের দাতাগোষ্ঠীর বাৎসরিক সভা প্রতিবছর কোথায় হয়?
(ক) ওয়াশিংটন (খ) লন্ডন √(গ) প্যারিস (ঘ) রোম।
১২। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
√(ক) ১২ নটিক্যাল মাইল (খ) ২০ নটিক্যাল মাইল
(গ) ৫০ নটিক্যাল মাইল (ঘ) ২০০ নটিক্যাল মাইল।
১৩। বঙ্গ-ভঙ্গ হয় কত সালে?
√(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৬ সালে (গ) ১৯১১ সালে (ঘ) ১৯১২ সালে।
১৪। ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’ কোথায় অবস্থিত’
(ক) যশোর (খ) কুমিল্লা √(গ) রাজশাহী (ঘ) বগুড়া।
১৫। বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেন?
(ক) ড. জগদীশ চন্দ্র বসু (খ) ড. কুদরাত-ই-খুদা
(গ) ড. কামালুদ্দিন আহমদ √(ঘ) ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন।
১৬। স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কিসের ছবি ছিল?
(ক) জাতীয় স্মৃতিসৌধ (খ) লালবাগের কেল্লা (গ) সোনা মসজিদ √(ঘ) শহীদ মিনার।
১৭। কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?
(ক) আইনমন্ত্রী (খ) রাষ্ট্রপতি √(গ) প্রধানমন্ত্রী (ঘ) স্পিকার।
১৮। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
√(ক) গৌড় (খ) ময়নামতি (গ) মহাস্থানগড় (ঘ) সোনারগাঁও।
১৯। সংবিধানের চতুর্দশ সংশোধনী বিল-২০০৪ সংসদে পাশ হয় কবে?
√(ক) ১৬ মে (খ) ১৭ মে (গ) ১৮ মে (ঘ) ১৯ মে।
২০। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?
(ক) প্রধানমন্ত্রী √(খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
২১। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
(ক) ময়নামতি (খ) মহাস্থানগড় (গ) বাগেরহাট √(ঘ) পাহাড়পুর।
২২। গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
(ক) ব্রিটেন √(খ) গ্রীসে (গ) স্পেনে (ঘ) ফ্রান্সে।
২৩। শিল্প বিপ্লব শুরু হয়েছিল-
(ক) আমেরিকায় (খ) এশিয়ায় √(গ) ইউরোপে (ঘ) আফ্রিকায়।
২৪। কোন সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়?
√(ক) ১৯৬৯ সাল (খ) ১৯৭০ সাল (গ) ১৯৬৮ সাল (ঘ) ১৯৪৬ সাল।
২৫। কোন মার্কিন প্রেসিডেন্ট দাস প্রথা উচ্ছেদ করেন?
(ক) জর্জ ওয়শিংটন √(খ) আব্রাহাম লিংকন (গ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট (ঘ) উড্রো ইউলসন।
২৬। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
√(ক) তুরস্ক (খ) পাকিস্তান (গ) সৌদি আরব (ঘ) মালয়েশিয়া।
২৭। সূর্যের কন্যা বলা হয়-
(ক) বাঁশ গাছকে (খ) তাল গাছকে √(গ) তুলা গাছকে (ঘ) ধান গাছকে।
২৮। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
√(ক) টোকিও,জাপান (খ) প্যারিস,ফ্রান্স (গ) নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র (ঘ) জেনেভা,সুইজারল্যান্ড।
২৯। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবী জন্ম হয় কোথায়?
(ক) আয়ারল্যান্ডে (খ) ফ্রান্সে (গ) জাপানে √(ঘ) ইংল্যান্ডে।
৩০। ‘দি লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর কে?
(ক) মাইকেল এঞ্জেলো √(খ) লিওনার্দো দ্য ভিঞ্চি (গ) পাবলো পিকাসো (ঘ) ভ্যানগগ।
৩১। বিশ্ব বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
(ক) ভ্যানগগ (খ) মাইকেল এঞ্জেলো (গ) পাবলো পিকাসো √(ঘ) লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৩২। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
√(ক) রোম (খ) ভেনিস (গ) এথেন্স (ঘ) ওসলো।
৩৩। ‘অমর্ত্য সেন’ কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুসস্কার পান?
√(ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য (খ) উন্নয়নের গতিধারা (গ) মাইক্রো ক্রেডিট (ঘ) বৈদেশিক সাহায্য
৩৪। আসিয়ান (ASEAN) গঠিত হয় কত সালে?
(ক) ১৯৬৩ সালে (খ) ১৯৬৫ সালে √ (গ) ১৯৬৭ সালে (ঘ) ১৯৬৯ সালে।
৩৫। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত কোথায়?
(ক) বিয়াদ √(খ) জেদ্দা (গ) দামেস্ক (ঘ) মক্কা।
৩৬। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
√(ক) ১৯১৭ সালে (খ) ১৮১৭ সালে (গ) ১৯৭১ সালে (ঘ) ১৮৭১ সালে।
৩৭। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
(ক) চীন-জাপান √(খ) যুক্তরাষ্ট্র-কানাডা (গ) ভারত-পাকিস্তান (ঘ) দক্ষিণ আফ্রিকায়।
৩৮। সিরডাপ (SIRDAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) দিল্লী (খ) পোল্যান্ড √(গ) ঢাকা (ঘ) ইসলামাবাদ।
৩৯। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
√(ক) আন্দিজ পর্বতমালা (খ) হিমালয় পর্বতমালা (গ) আল্পস্ পর্বতমালা (ঘ) আটলাস পর্বতমালা
৪০। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
(ক) দ্যাগ হ্যামারশল্ড (খ) কুর্ট ওয়াইল্ডহেইম √(গ) ট্রিগভেলী (ঘ) উথান্ট।
৪১। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
(ক) আমাজান √(খ) জর্ডান (গ) দানিউব (ঘ) জাম্বেসী।
৪২। খ্রিস্টাব্দ সাল চালু করেন কে?
√(ক) স্কাইথিয়ান (খ) অগাস্টাস সিজার (গ) যীশুখ্রিস্ট (ঘ) দারিয়ূস।
৪৩। পৃথিবীর বৃহত্তম আনারস উৎপাদনকারী দেশ কোনটি?
(ক) সিঙ্গাপুর (খ) মালয়েশিয়া √(গ) থাইল্যান্ড (ঘ) ভুটান।
৪৪। সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) পরিবেশ সংরক্ষণ √(খ) পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
(গ) মুক্ত বাণিজ্য (ঘ) শিশু পাচার রোধ।
৪৫। কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় কোথায়?
(ক) ভারতে (খ) চীনে (গ) বাংলাদেশে √(ঘ) জাপানে।
৪৬। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান অর্জনকারী ব্যাটসম্যানের নাম কি?
√(ক) ব্রায়ান লারা (খ) ম্যাথু হেইডেন (গ) শচীন টেন্ডুলকার (ঘ) রিকি পন্টিং।
৪৭। তৈইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায় (খ) শওকত ওসমান
√(গ) আলউদ্দিন-আল আজাদ (ঘ) হুমায়ুন আহমেদ।
৪৮। ‘আলেয়া’ নাটকের রচয়িতা কে?
(ক) আনোয়ার পাশা (খ) মুনীর চৌধুরী √(গ) কাজী নজরুল ইসলাম (ঘ) প্রমথ চৌধুরী।
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
(ক) বলাকা (খ) গীতাঞ্জলি (গ) শেষের কবিতা √(ঘ) বসন্ত।
৫০। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) মুনীর চৌধুরী (খ) জহির রায়হান (গ) শহীদুল্লাহ কায়সার √(ঘ) আনোয়ার পাশা।
৫১। গুরুচন্ডালী দোষ বলতে বোঝায়-
(ক) চলিত ও উপভাষার মিশ্রণ (খ) সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
√(গ) সাধু ও চলিত ভাষার মিশ্রণ (ঘ) বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ।
৫২। কালিদাস কোন যুগের মহাকবি?
(ক) মৌর্য যুগ √(খ) গুপ্তযুগ (গ) চৈতন্য যুগ (ঘ) মধ্যযুগ।
৫৩। ‘সাহিত্য ও সংস্কৃতি’ গ্রন্থটি কার লেখা?
(ক)ড. মু. শহীদুল্লাহ (খ)এস ওয়াজেদ আলী (গ)গোপাল হালদার √(ঘ)মুহম্মদ আব্দুল হাই
৫৪। ‘রত্নাকর’ কার উপাধি?
(ক) ফররুখ আহমদ (খ) আব্দুল কাদির √(গ) শেখ ফজলুল করিম (ঘ) রাম নারায়ণ।
৫৫। ‘আনারস’ শব্দটি কোন ভাষার শব্দ?
(ক) চীনা (খ) মালয় √(গ) পর্তুগীজ (ঘ) ফরাসি।
৫৬। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছেন?
(ক) জসীমউদ্দীন √(খ) ডক্টর দীনেশচন্দ্র সেন (গ) ড. মু. শহীদুল্লাহ (ঘ) চন্দ্রকুমার দে।
৫৭। আব্দুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত পত্রিকার নাম কি?
√(ক) কণ্ঠস্বর (খ) উত্তরাধিকার (গ) সমকাল (ঘ) আঙ্গুর।
৫৮। ‘কবর’ নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
(ক) টেলিভিশনে √(খ) কারাগারে (গ) শহীদ মিনারে (ঘ) রমনা বটমূলে।
৫৯। বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ গ্রন্থ রচনা করেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর √(খ) রামমোহন রায় (গ) নূরুল হোসেন (ঘ) সৈয়দ আলী আহসান।
৬০। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
(ক) ক্লোরিন √(খ) ব্রোমিন (গ) আয়োডিন (ঘ) সালফার।
৬১। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল-
(ক) মাটি √(খ) বালি (গ) জিপসাম (ঘ) পাথর।
৬২। মায়ের দুধে কোন খাদ্য উপাদান নেই?
(ক) প্রোটিন √(খ) লৌহ (গ) শর্করা (ঘ) স্নেহ।
৬৩। রবিশস্য বলতে কি বুঝায়?
(ক) গ্রীষ্মকালীন শস্য (খ) বসন্তকালীন শস্য √(গ) শীতকালীন শস্য (ঘ) বর্ষাকালীন শস্য।
৬৪। চুনাপাথর পরিবর্তিত হয়ে কি শিলায় পরিণত হয়?
(ক) কোয়ার্টজ (খ) বায়োটাইট (গ) স্লেট √(ঘ) মার্বেল।
৬৫। এইডস ও ক্যান্সার রোগের জন্য দায়ী কে?
(ক) ছত্রাক √(খ) ভাইরাস (গ) ব্যাকটেসিয়া (ঘ) সবকয়টি।
৬৬। কোনটি চৌম্বক পদার্থ?
(ক) পারদ (খ) বিসমাথ (গ) অ্যান্টিমনি √(ঘ) কোবাল্ট।
৬৭। সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
(ক) ৬ : ৪ : ১ (খ) ৫ : ৩ : ১ √(গ) ৪ : ১ : ১ (ঘ) ৩ : ১ : ১ ।
৬৮। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
(ক) প্রতিফলন √(খ) প্রতিধ্বনি (গ) প্রতিসরণ (ঘ) প্রতিসরাঙ্ক।
৬৯। চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
(ক) অ্যাকুয়াম হিউমার (খ) পিউপিল (গ) কর্নিয়া √(ঘ) রেটিনা।
৭০। পৃথিবীর কোন কোম্পানি সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার তৈরি করে?
(ক) রেমিংটন ব্যান্ড কর্পোরেশন (খ) এনরন √(গ) ওর্য়াল্ডকম (ঘ) মাইক্রোসফট।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৪
আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×