প্রিয় মানুষ
নাহয় প্রিয় মানুষ হয়েই থাকলে
কখনো তো বলা হয়নি ভালবাসি।
অলস দুপুরে চায়ের কাপ হাতে
মনের কোণে বিভিন্ন ভাবনা যখন উঁকি দেবে
আমি কি থাকব সেই ভাবনায়?
নাহ, হাত ধরে কখনো হাঁটিনি,
কখনো হয়নি একসাথে বৃষ্টিতে ভেজা।
রিকশাতে গা ঘেষাঘেষি করে কখনো বসেছি কি?
তবু ব্যস্ততার মাঝে অল্প একটু যখন অবসর পাবে,
মনে কি পরবে আমাদের এলোমেলো স্মৃতিগুলো?
হয়ত দূরত্বটা... বাকিটুকু পড়ুন


