![]()
সিংগেল স্কুপ।চকোলেট ফ্লেভার নিয়ে সন্দেহ নেই। আর হ্যাজেল নাট ও ভালই লাগে। কিন্তু আমারটা সুপার ফ্লপ হয়ে গেল। খেতে ভাল না আবার বিশ্রি একটা গন্ধ।খাওয়ার পর তাই আরেকটা সুইস চকোলেট খেতে চাইলাম। লোকটাকে ডেকে বললাম এটা ভাল না,সুইস চকোলেট দেন!লোকটা অবাক হয়ে গেল।কারণ এভাবে কেউ বলে না।তারপর সুইস চকোলেট খেলাম,এত্ত মজা।
![]()
এরপর আরেকটা খেতে চেয়েছিলাম।আপু বলল আর না খেতে
অফটপিক:শনিবার অফিসে বসে প্রথম আলোর 'ছুটির দিনে' দেখলে মাথা টা গরম হয়ে যায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




