পূর্ব দিগন্তে আলোর সুষমা তখনো পরিপূর্ণ রূপে ফুটে উঠেনি।অথচ বনে বনে পাখিদের হৃদয়ে তার গোপন আগমনী সবার অলক্ষে ছড়িয়ে পড়ল।বনান্তরালে তাদের মধুর কন্ঠে ধ্বনিত হয়ে উঠল দিবারম্ভের কলমুখরিত আনন্দ রাগিণী।আর দেরি নেই , কিছুক্ষণের মধ্যেই পূর্ব দিগন্তে রাখালের বেশে আবির্ভূত হবে সকাল,একটি শীতের সকাল।
নাহ,শীতের সকালের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার এ লেখা না।এটা ১৫ বছর আগে পড়া 'শীতের সকাল' রচনার সূচনা যেটা কোন এক লেখক তার বই এ প্রকাশ করেছিলেন এবং পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আমি সেটা মুখস্থ করেছিলাম।
আমি এবং আমার মত আরো অনেকের শৈশব এবং কৈশোর ধ্বংস করার জন্য
আমি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধিক্কার জানাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




