somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন পরিচিত হই

১৭ ই জুন, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ৬-৭ মাস হলো ব্লগে আছি। বেশী দিন আগের কথা নয় হোসাইন১৯৫০ নামে একজন ব্লগার ছিলেন যার ব্লগে গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে। তার পোষ্টের মধ্যে সবচেয়ে ভাল লাগত একটি পোষ্ট আর সেটিতে হলো সকল ব্লগারদের পরিচিতি মূলক পোষ্ট। কিন্তু কিছু বিষয়ে তিনি সকলের সাথে একমত হতে না পারায় ব্লগ থেকে চলে যান। ফলে সেই পোষ্টটিও ব্লগ থেকে মুছে যায়। তাই সকলে সহযোগিতা পেলে সেই রকম একটি সমৃদ্ধ পরিচিতি মূলক পোষ্ট আমরা তৈরী করতে পারি।

পরিচিতিতে যা যা থাকেতে পারে।

১. নিক নাম
২. ই-মেইল আইডি
৩. পেট চলে কি করে
৪. মন চায়
৫. ফোন নম্বর (ইচ্ছে হলে)

যাহোক আমারাটা দিয়ে শুরু করলাম। চাই সকলের সহযোগিতা
১.
ক. ইমতিয়াজ১৩
খ. [email protected]
গ. বেসরকারী বানিজ্যিক ব্যাংকে চাকুরি করে পেট চলে।
ঘ. ভাল বন্ধু পেতে মন চায়।
ঙ. ০১৬১১৪৪৭৭৫৫

২.
ক. বৈরী হাওয়া
খ. [email protected]
গ. বেসরকারী চাকুরী (যে কোন সময় চলে যেতে পারে)
ঘ. মন চায়, পাখির মত উড়াল দিয়ে হারিয়ে যাই।
৩.
ক. রাষ্ট্রপ্রধান
খ. [email protected]
গ. বাপের হোটেলে
ঘ. বাংলাদেশের দূর্নীতিমুক্ত সরকারপ্রধান হইতে

৪.
ক.রেশাদ১০৬
ক. [email protected]
গ. এনজিও-তে সুবিধাবঞ্চিত শিশুদেরকে আইটি বিষয়ক জ্ঞান দিয়া পেট চালাই
ঘ. সমস্ত পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে মঞ্চায়

৫.
ক. আহমদ আবদুল হালিম
খ. [email protected]
গ. বাপের হোটেলে আছি
ঘ. ছাত্র, অনার্স সেকণ্ড ইয়ার
বিয়ানী বাজার, সিলেট
৬.
ক. মোহাম্মদ সাজ্জাদ হোসেন
খ. [email protected]
গ. পেট চলে কি করে- - ছোটখাট একটা চাকরি
ঘ. মন চায়- অন্যায়ের প্রতিবাদ করতে
৭.
ক. রাজসোহান
খ. [email protected]
গ. বাবার হোটেল বয়
ঘ. যা মন চায় তা করতে ইচ্ছা হয় না

৮.
ক. দুরন্ত ইসলাম
খ. [email protected]
গ. পেট চলে কি করে- - কোন কাম নাই।
ঘ. মন চায়- মাসুদ রানার মতো হতে ।

৯.
ক. কবুতর সন্ধানী
খ. [email protected]
গ. পেট চলে নিজের টাকায়।
ঘ. কিছু মনে চায় না।

১০.
ক. সাদাকালো
খ. [email protected]
গ. বাপের হোটেল, ভাইএর হোটেল।
ঘ. পুরা দেশ গুরটে চাই

১১.
ক. সাকিরা জাননাত
খ. [email protected]
গ.
ঘ.

১২.
ক.মুহাম্মদ জহিরুল ইসলাম
খ. [email protected]
গ. বহুজাতিক দূরযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করে পেট চলে
ঘ. মন চায় সুন্দর মনের বন্ধু পেতে আর মানুষকে ভাল জিনিসের পথে ডাকতে।

১৩.
ক. বাবুনি সুপ্তি
খ.
গ. কোনই কাজ নেই
ঘ. কিছুই চায় না

১৪.
ক. শূণ্য উপত্যকা
খ.
গ. বাবার টাকায় খায়।
ঘ. যখন যা মন চায় তাই করি।

১৫.
ক..হানী
খ. [email protected]
গ. এখনো ছাত্রী, তাই বাবার হোটেলে
ঘ. লেখা-লেখি আর ঘুরাঘুরি

১৬.
ক. মাহমুদুল হাসান কায়রো
খ. [email protected]
[email protected]
গ. ছাত্র। দেশঃ মানিকগন্জ।
ঘ. বিদেশঃ মিশর।
যে কোন ধরনের খেদমতে ধর্ম বর্ন নির্বিশেষে যে কারো জন্য বান্দাকে স্নরণ করার অনুরুধ রাখিলাম।

১৭.
ক. শাহ জাহান মাহমুদ
খ. [email protected]
গ.
ঘ. New York Stock Exchange, IT job , computer চালাইয়া ভাত খাই । বাংলাদেশটা যদি আমারা স্বপ্নের মত হত । আমরা যদি সবাই মনথেকে দেশকে ভাল বাসতে পারতাম । কোন পরানো বিষয় নিয়ে দলাদলির রাজনীতি না করতাম ।
১৮.
ক. ১৪
খ. [email protected]
গ.
ঘ.
১৯.
ক. বাংলাপ্রতিদিন
খ. [email protected][email protected]...
গ.
ঘ. সবই প্রফাইলে আছে।সুদ মুক্ত ঋন দেয়া। অফ টপিক-কোন মানুষকে সাহায্য করা অন্যায়।সহযোগিতা করো।...

২০.
ক. ত্রিশোনকু
খ. [email protected]
গ. ব্যাবসা।
ঘ. যোগ্য নেতৃত্ব দেখতে যে নেতৃত্ব সবার আগে দেশকে ভালবাসে। রান্না করতে। নীল সমুদ্রের মাঝে বিন্দুবৎ দ্বীপের সাদা বালুর সৈকতে অবসর
কাটাতে আর অল্প লবনে মাছ, শামুক আর ঝিনুক পুড়িয়ে খেতে।

২১.
ক. সাবিনা
খ. [email protected]
গ. শান্তি চায় মন
ঘ.

২২.
ক. লেখাজোকা শামীম
খ. [email protected]
গ. সাংবাদিকতা
ঘ. চলচ্চিত্র পরিচালক হওয়া

২৩.
ক. হুপফূলফরইভার
খ.
গ. খাই দাই ঘুমাই!
ঘ. আর ছুডু কালে বেশি বিটরামি কইরা ফালাইছি বইলা এহন সারাদিন খালি কামলা খাডি আর ভাই বোনের আবদার মিডাই

২৪.
ক. নীল-দর্পণ
খ.
গ. মায়ের রেস্টুরেন্টে খেয়ে
ঘ. ঘুড়ে বেড়াতে

২৫.
ক.আজাদ আল্-আমীন
খ. [email protected]
গ. বাপের হোটেল + নিজের ব্যবসা
ঘ. খেলা, খেলা দেখা।

২৬.
ক.শেখ আমিনুল ইসলাম
খ.
গ. বাবার হোটেল
ঘ. বিশ্ব ভ্রমণে বের হতে

২৭.
ক. স্বপ্নশহর গডফাদার
খ. [email protected]
গ. পড়ালেখা করে পেট চালাই
ঘ. খুবই অলস কিচ্ছু করতে ভাল্লাগে না

২৮.
ক. রাশেদ মেকানিক্যাল
খ. [email protected]
গ. মার হোটেল
ঘ. জানি না

২৯.
ক. লেবফিউম
খ. [email protected]
গ.স্টুডেন্ট/ওয়েব এ কাজ করি (LabFume,com & MayaTic.com)
ঘ. মানুষ হতে চাই, সত্তিকারের ।


৩০.
ক. মহলদার
খ. [email protected]
গ. একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে।
ঘ. বাউন্ডুলের মত ঘুরে বেড়াতে।

৩১.
ক. মেহেদী_হাসান মেহেদী_হাসান
খ. [email protected]
গ. শিক্ষাবৃত্তির টাকায় (কর্নেল ইউনিভার্সিটি, নিউ ইউর্ক, ইউ.এস. এ+ কাউস্ট, কে. এস. এ)
ঘ. রাস্তার পাশে যাদের জীবন তাদের জন্য কিছু না কিছু করতে

৩২.
ক. অপলক
খ. [email protected]
গ. বাবার হোটেল
ঘ. বিয়ে করে পার্টনারসহ সারা পৃথিবী ঘুরতে আর ছবি আঁকতে।

৩৩.
ক. ""ফয়সল অভি ""
খ. [email protected]
গ. পেট চলে কি করে: আইন ব্যাইচা খায় মানে আইনজীবি, গান লিইখা ও সুর কইরাও খাই,
ঘ. জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরে স্পিকারের টেবিলের উপরে দাঁড়িয়ে প্রকাশ্যে সুসু করতে চাই ।

৩৪.
ক. মনপবন
খ. [email protected]
গ. ছাত্র,অনার্স ৩য় বর্ষ,ইংরেজী বিভাগ। বাবা +কাকার হোটেল
ঘ. মন চায় সাবলম্বি হয়ে সবার জন্য কিছু করি,লেখালেখি মূল স্পৃহা।

৩৫.
ক. সবুজ-ভাই
খ.
গ. ইতালী প্রবাসী, ব্যাবসায়ী
ঘ. মন চায় জগৎের সকল প্রাণী সুখী হোক, জগৎের সকল প্রাণী মন্গল লাভ করুক। আর মন চায় ৬ মাসের জন্যে বাংলাদেশের দায়িত্ব পেতে

৩৬.
ক. ইসতিয়াক আহমদ আদনান
খ. [email protected]
গ. বাবার হোটেল।
ঘ. মন চায় সারা বিশ্ব ঘুরে দেখতে।

৩৭.
ক. আরিয়ানা মিনু
খ.
গ. পড়াশোনা করা হয়, ভালো লাগেনা
ঘ. হারিয়ে যেতে ইচ্ছা করে...

৩৮.
ক. অভ্র ভাষা হোক উন্মুক্ত
খ. [email protected]
গ. পড়াশোনা করা হয়, ভালো লাগেনা । টিউশনী করে হাতখরচ,বাকিটা বাসা থেকে ।
ঘ. ঘুরতে ভালবাসি।

৩৯.
ক. নতুনছেলে
খ. [email protected]
গ. প্রবাসে চাকরি করে
ঘ. আরো বড় হতে।

৪০.
ক. প্লাস_মাইনাস
খ.
গ. বাপে চালায়। শুধু পেট না সবকিছুই চালায়
ঘ. মন কি যে চায় বল...

৪১.
ক. বোকা মেয়ে
খ. [email protected]
গ. ছাত্রী
ঘ. নারীরা জেগে উঠুক।

৪২.
ক. ডিস্কো ঘোড়া
খ. rahi10greenএ্যাটgmail.com
গ. কামলা দিয়ে (১৮ থেকে শুরু)
ঘ.

৪৩.
ক. স্বপ্নশহর
খ.
গ. হ ভাই। পড়ালেখা কইরা কিছু টাকা পাই। এইটা দিয়া কোনো মত চলতাসি আর কি।
ঘ.

৪৪.
ক. মাসুম আহমদ ১৪
খ. [email protected]
গ. বিদেশে কামলা দেই
ঘ. মন কিছু চায় না

৪৫.
ক. স্বপ্নকথক
খ. [email protected]
গ. ছাত্র
ঘ. মেলা কিছু, মাগার হইতে টাইম লাগবো।

৪৬.
ক. বর্ণচোরা
খ. [email protected]
গ. বাবার হোটেলে + নিজের বেতনে + ধার করে
ঘ. নতুন পথের এক অদ্ভুত নির্মাতা

৪৭.
ক. টোটাল ভালবাসা
খ.
গ. আমিও থাকতে চাই। বেসরকারী লোক
ঘ.

৪৮.
ক. পারভীন রহমান
খ. [email protected]
গ. স্কুল টিচার
ঘ. পুরো পৃথিবী ঘুরে বেড়াতে মন চায়

৪৯.
ক. ধ্রুব তারা
খ.
গ. ছাত্র
ঘ. নিরাশাবাদী

৫০.
ক. দুখী মানব দুখী মানব
খ. [email protected]
গ. বাপের হোটেলে খাই
ঘ. শুধু পাহাড়ে উঠতে মন্চায়

৫১.
ক. আরিয়ানা
খ.
গ. ক্রিয়াটিভ ডাইরেকটর
ঘ. ছবি আকি

৫২.
ক. ডেইফ
খ. [email protected]
গ. টেলিকমিউনিকেশন প্রকৌশলী + নিজের ব্যবসা
ঘ. ভালো মানুষ হতে।

৫৩.
ক. আবদুল্লাহ আল মনসুর
খ. [email protected]
গ. ক্রিয়েটিভ ডিজাইনার।
ঘ. আপাতত টুকটাক ব্যবসা করছি।

৫৪.
ক. শায়মা
খ.
গ. পেট চলে কি করে ( হাসব্যান্ডের টাকা খরচ করে, কাঁচাবাজারে বাজার করে,সপিংমলে সপিং করে:))
ঘ. মন চায়: উড়তে, ঘুরতে, কবিতা লিখতে, গান গাইতে সাবিনা ইয়াসমিনের মত, নাচ করতে শামীম আরা নীপার মত আরো কত কিছু

৫৫.
ক. জেরী
খ.
গ. পেট চলে কি করে--বুয়াগিরি করে :((
ঘ. মন চায়--হয় নিজে মরি নয় দুনিয়ার সব্বাইরে মেরে ফেলি

৫৬.
ক. পিংকী
খ.
গ. পেট চলে- বাপের টাকায়, মায়ের রেস্টুরেন্টে খেয়ে :)
ঘ. মন চায়- ঘুরতে, আড্ডা দিতে, ছবি তুলতে, স্বাধীন ভাবে বেচে থাকতে, সকল বাধা কে অতিক্রম করতে

৫৭.
ক. সেতু জোহরা
খ. [email protected]
গ. পেট চলে- বাপের টাকায়,
ঘ. মন চায়- একটি সুন্দর পৃথিবী দেখার যেখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে কিন্তু সেই দুঃখ-কষ্ট শেয়ার + লাঘব করার মত মানুষের অভাব থাকবেনা।

৫৮.
ক. দীপান্বিতা
খ. ই-মেইল আইডি: হারিয়ে গেছে ;)
গ. পেট চলে কি করে: খাদ্য গ্রহণ করে :P
ঘ. মন চায়: অদৃশ্য হতে।

৫৯.
ক. ভালো মেয়ে
খ. ই-মেইল আইডিঃ ভেবে দেখি দিবো কিনা
গ. এখনো অবিবাহিত তাই বাপের টাকায়
ঘ. মন চায়ঃ দেশ বিদেশ ঘুড়ে বেড়াতে।

৬০.
ক. সোনালীডানা
খ. [email protected]
গ. পেট চলে কি করে: কাজ করে খাই :P
ঘ. মন চায়: রোমান্টিক হইতে

৬১.
ক. মাধব
খ. [email protected]
গ. একজন বেকার যেভাবে চলে...
ঘ. ভালবাসার ছোঁয়া পেতে...

৬২.
ক. রুদ্রমরু
খ. ইমেইল দেব না। তয় মেসেন্জার আইডি দিবানে
গ. কষ্ট করে :( কামাই করে আরামে পেট চলে ;)
ঘ. একখানি বউ যে সারাদিন সামনে ঘুরঘুর করবে

৬৩.
ক. স্টাডি-ইটিই
খ. [email protected]
গ. খাওয়া দাওয়া করে পেট চলে।
ঘ. সে যাতে আমারে বুঝে।

৬৪.
ক. সমীর কুমার ঘোষ
খ. [email protected]
গ. আপাতত বাপের কিছু হেল্প আর নিজের সামান্য পুজির শেয়ার ব্যাবসা করে।(তবে অচিরেই সৃষ্টিকর্তার মহান কৃপায় কোনো সরকারী/বেসরকারী ব্যাংকে চাকুরী হইয়া যাইবো)
ঘ. একজন অর্থনীতিবিদ।

৬৫.
ক. বাংলাকে ভালবাসি
খ. [email protected]
গ. পেট আবার চলে নাকি মিয়া, শুধু পা চলে
ঘ. ভালো স্বামী হইবার মুন চায়

৬৬.
ক. সাইদ বীন হাবীব
খ. [email protected]
গ. ছাত্র + বেকার
ঘ. প্রতিদিন একটা নতুন গেম খেলতে

৬৭.
ক. আই আনাম
খ. [email protected]
গ. মায়ের রেস্তোঁরা এবং বাবার হোটেল, এমনিতে বিশ্ববিদ্যালয়ে পড়ছি
ঘ. বাংলাদেশের প্রশাসনের অন্দরমহলে প্রবেশ করতে
৬৮.
ক. রাজীব
খ. [email protected]
গ. চাকুরী করি কিন্তু পেট চলে বাপের হোটেলে
ঘ. প্রিয় শখ অবসরে বই পড়া, চার চাকায় করে দেশ-বিদেশ দেখা, মন চায় ঘুরে বেড়াতে ও দুনিয়া দেখতে

৬৯.
ক. প্রেমের কাঙ্গাল
খ. forhad20032001
গ.
ঘ.
৭০.
ক. রেজোওয়ানা
খ. হু হু বলা যাবে না.........
গ. অনেকেরই চক্ষুশুল একটা কর্পোরেট অফিসে কামলা খাটি :P
ঘ. সোহামনির (আমার মেয়ে) সাথে সময় কাটানো এর এদিক সেদিক ঘুরাঘুরি করা..........

৭১.
ক. ঐশীকা
খ. [email protected]
গ. পেট চালাই বাপের হোটেলে
ঘ. আর মন যে কি চায় তাই এখনো বুঝতে পারি না.....

৭২.
ক. জাফরুল
খ. [email protected]
গ. পেট তো চলে না, আমি তাকে চালাই একটি ডেভেলাপার কোম্পানীতে চাকরী করে।
ঘ. কোন একটা পাহাড়ের চুড়ায় খড়ের ঘর বেঁধে সাথে একজন সঙ্গি/সঙ্গিনী নিয়ে থাকতে মন চায়, যেখান থেকে হাত দিয়ে মেঘ ছুঁতে পারবো, সমুদ্র দেখতে পারবো.....

৭৩.
ক. ওয়ারা করিম
খ. সেটা না হয় নাই দিলাম। দয়া করে ভাববেন নাক উঁচু ভাব দেখাচ্ছি।
গ. একসময় চাকরী করতাম, তারপর ছেড়ে দিয়ে পড়ালেখা শুরু করলাম। এখন সেই পড়াও শেষ। আবারও চাকরী খুঁজছি। একসময় পত্রিকায় লিখতাম, এখনো লিখি কিন্তু ততটা নিয়মিত না। বাংলায় লেখালিখিতে একেবারেই নতুন।
ঘ. বই লিখতে চাই। এখনি না হলেও কোন একসময়।

৭৪.
ক. ফারজানা মাহবুবা
খ. farjanamahbubaএটইয়াহুডটকম
গ. স্কলারশিপ আর বরের ঘাড়ে চেপে :D
ঘ. আলাদীনের চেরাগ ঘষে যাদু দিয়ে পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করে দেই! (ইশ, যদি পারতাম! :( )

৭৫.
ক. তায়েফ আহমাদ
খ. [email protected]
গ. চাকুরি
ঘ. সুন্দর পৃথিবী

৭৬.
ক. সালমা রহমান
খ. [email protected]
গ. স্বামীর টাকা ( নিজের চাকুরী অর্থাৎ শিক্ষকতা)
ঘ. মানুষের সেবা করতে, অন্যায়ের প্রতিবাদ করতে, নিজের বাচ্চাদের পর্যাপ্ত সময় দিতে।
৭৭.
ক. মারিয়া আকতার
খ.
গ. ছাত্রী, বাপের হোটেল
ঘ.

৭৮.
ক. মিজান আনোয়ার
খ. [email protected] এবং [email protected]
গ. ছোট মোট চাকরী করি।
ঘ.

৭৯.
ক. সাদিয়া
খ. [email protected]
গ. student from IUB
ঘ. ..............!

৮০.
ক. এস এইচ খান
খ. [email protected]
গ. চাকুরী
ঘ. সুন্দর পৃথিবী ।

৮১.
ক. সামসুন নাহার
খ. [email protected]
গ. ষ্টীল বিল্ডিং ডিজাইন এবং ড্রয়িং করি।(চাকুরী)
ঘ. ঘুরতে, আড্ডা দিতে।

৮২.
ক. মুহাম্মদ মামুনুর রশিদ
খ.পুটিমাস২০০৩@ইয়াহু.কম
গ.বেসরকারী আইটি অফিসের কেরানী
ঘ. মন চায় বউকে না জানিয়ে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে।আর আমার পরিবারের জন্য কিছু করতে

৮৩.
ক. শামীম আরা সনি
খ. [email protected]
গ.এ ম.এ নতুন বর্ষের ছাত্রী।
ঘ. মন অনেক কিছু চায় কোনটা ছেড়ে কোনটা বলব :|| .অনেক ভালো থাকতে চাই আমি সবার আগে যেকোন মুল্যে, প্রতিষ্ঠিত হয়ে গরীব মেয়ে বাচ্চাদের জন্য কিছু করতে চাই,য তটুকু সম্ভব দুনিয়াটা ঘুরে দেখতে চাই ....আরো অনেক কিছু : )

৮৪.
ক. ইনক্রেডিবল
খ. [email protected]
গ. সরকারী চাকরী
ঘ. জেমস বন্ড হইতে


৮৫.
ক. হেডফোন
খ. [email protected]
গ. সদ্য সৌদি ফেরত। কিছু করছি না তবে ফ্রিল্যান্সিং শিখতে চেষ্টা করছি।
ঘ. শুধু তিশমার গান শুনতে আর কনসার্ট দেখতে।

৮৬.
ক. হাম্বা
খ. [email protected]
গ. স্বাভাবিক ভাবেই আবার মাঝে মাঝে পেট
খারাপ হলে ভুটভাট শব্দ করে।
ঘ. মন চায় - ঘুমাতে

৮৭.
ক. সাইফুল্লাহ িজপসী
খ. [email protected]
গ. ব্যবসা,চাকরী
ঘ. কত কিছু করতে মন চায় ।
মন চায়---
সুন্দর করে কথা বলতে
সুন্দর লেখা লিখতে
সুন্দর মনের মানুষের সাথে বন্ধুত্ব করতে
পরিশষে,
সুন্দর ভাবে বেচে থাকতে

৮৮.
ক. সোমহেপি
খ. [email protected]
গ. কিছুই করিনা,একটা জব হইছে.এপোয়েন্টমেন্ট লেটার এখনো পাই নাই
ঘ. মন চায় মানুষের সুখ হরণ করি।আমার সুখের অনেক অভাব।

৮৯..
ক. সব পেয়ে ও শূণ্য যে হৃদয়
[email protected]
গ.ব্যবসা + পড়াশুনা
ঘ.সারাজীবন ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে।

৯০.
ক. জলপতনের নিরবতা
খ. [email protected]
গ. বাংলাদেশের এক মিডিয়ার সাব এডিটর
ঘ. বলা যাবে না।

৯১.
ক. মিরাজ is
খ. [email protected]
গ. পেট চলে কি করে: বাপের হোটেলে
ঘ. মন চায়ঃ ঘুমাইতে

৯২.
ক. দুখী মানব
খ. [email protected]
গ. টিউশনি করি (পোলাপানরে যত্ন সহকারে নিজের মত ভাদাইম্মা বানাই ;) )
ঘ. খালি ঘুইরা বেড়াই
৯৩.
ক. নীল_পরী
খ. [email protected]
গ. পেট চলে স্বামীর টাকায়
ঘ. মন চায় কোটিপতি হইতে আর দেশ বিদেশ ঘুরে বেড়াতে

৯৪.
ক. টানজিমা
খ. [email protected]
গ. প্রষ্টিটিওট...
ঘ. বিয়া করতে।........ :``>>

৯৫.
ক. লেখোয়াড়
খ. [email protected]
গ. নতুন চাকুরী
ঘ. নাটক চর্চা করতে।

৯৬.
ক. কাশিফ
খ.
গ. আমি কিছুই না।তবে চেষ্টা করছি কিছু হতে।
অবসর পেলে বই পড়ি বা ঢাকার বাইরে ঘুরে আসি।
ইচ্ছা ছিল পাইলট হব কিন্তু এখন পড়ছি সি এস ই তে।
ঘ.
বিশেষ :- *অফ টপিকঃসম্ভব হলে আসুন এক কাতারে দাড়াই।সবুজ বাংলাদেশ গড়ি।

৯৭.
ক. এ.কে. শারমিন
খ.
গ.
ঘ.
বিশেষ: ছাত্রী।
ছবি আকতে, পড়ার চাপে সময় পাচ্ছি না

৯৮.
ক. ভিজামন
খ. [email protected]
গ. একজন পাদুকা প্রকৌশলী, আপাতত একটি সু-কম্পানিতে চাকরের কাজ করছি, খুব শিগগিরি ব্যাবসা শুরু করব।
ঘ. পৃথিবীর কোন কাজই বাদ দিতে ইচ্ছে করে না

৯৯.
ক. মু. নূরনবী
খ. [email protected]
গ. বাপের অন্ন ধ্বংশ করে যাচ্ছি.....
ঘ. মন চায়...দেশটাকে চেঞ্জ করে দিই

অপ ট্রাক: .....খুব সুন্দর উদ্যোগ......প্রিয়তে রাখলাম......

১০০.
ক. মাহবু১৫৪
খ. [email protected]
গ. বাপের টাকায়
ঘ. অনেক কিছু

১০১.
ক.আহাসান
খ. [email protected]
গ. বিমানের ইন্জিনিয়ারিং এ আছি।
ঘ. সবচেয়ে আগে, প্রতিটি মানুষকে সঠিক পথে দেখতে, সুখী

১০২.
ক.মুরাদ-ইচছামানুষ
খ.মুরাদ_১৬@ ইয়াহু ডট কম
গ.পেট চলে না জায়গাতেই স্থির থাকে।
ঘ. মন চায় স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখাই।

১০৩.
ক.মাহবুবা আখতার
[email protected]
গ.খাবার খেয়ে এবং না খেয়ে
ঘ."কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে,
কখনো হবে না তাহা ভাবি যাহা মনে"

১০৪.
ক.সোহরাব সুমন
খ. [email protected]
গ. খেয়ে না খেয়ে, কোন রকমে ম্যানেজ করে, সিগারেটও।
ঘ. একটা মন কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না !

১০৫.
ক.নকীবুল বারী
খ.
গ. সহকারী ইন্জিনিয়ার, বাপাউবো
ঘ. মন চায় যদি ভালো গান গাইতে পারতাম....

১০৬.
ক.মুনির০০৭
খ. [email protected]
গ. কুয়েতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কামলা দেই।
ঘ. মন চায় অন্যের দুঃখ ঘোচাতে। (যদিও নিজের দুঃখের শ্যাষ নাই)


১০৭.
ক. হেমলতা
খ. [email protected]
গ.
ঘ.Maria Montessori হতে ইচ্ছা করে...(চেনেন তো??


১০৮.
ক. বিদ্রোহী-৪৬২
খ. [email protected]
গ. পড়ি এবং পড়াই
ঘ. মন চায় .................................. অনেক কিছুই, এই মুহূর্তে মনে আসছে না।

১০৯.
ক. অপেক্ষমান
খ. [email protected]
গ. একখানা বৈদেশকি কম্পানিতে সপ্টুয়ার বানাই, কয়ডা পয়সা পাই তা দিয়া আমগো ২ জনের চইলা যায়।
ঘ. মন্চায় ঢাকা ছাইড়া পালাইতে।

১১০.
ক. নীল চাঁদ
খ. [email protected]
গ. একটা ফার্নিচার কম্পানিতে আঞ্ঝলিক সমন্বয়কারী হিসেবে কামলা দিই।
ঘ. মন্চায়ঃ প্রথমে দেশটাকে ভালভাবে ঘুরে দেখতে তারপর..........

১১১.
ক. তাসফিয়া
খ. [email protected]
গ. বাবা মা চালান এখনো
ঘ. মন তো অনেক কিছুই চায় ... :(

১১২.
ক.ভাবের অভাব
খ. [email protected]
গ. নিজের টাকায়
ঘ. বিয়ে করতে :`>

১১৩.
ক. ধূসর সপ্ন
খ. [email protected]
গ. বেসরকারী অফিসে কেরানীগিরী করে
ঘ. সব অনিয় ভেঙে ফেলি X((

১১৪.
ক. গোপাল ভাঁড়ের গল্প
খ.একটু না হয় ভাব মারলামই!
গ.চলে না
ঘ.হাসতে

১১৫.
ক. প্রভাষক
খ. [email protected]
গ. সরকারী চাকুরী করে (মহা-বিদ্যালয় আর বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র ঠেঙ্গিয়ে!!!...)...
ঘ. কোনো কাজ-কর্ম না করে কবল শুয়ে-বসে-ই জীবন-টা পার করে দিতে!!!...



১১৬.
ক. কবির চৌধুরী
খ. [email protected]
গ. গার্মেন্টস শ্রমিক
ঘ.মিউজিশিয়ান, ছাদ চাষী থেকেই বাবা-মা, ভাই-বোন, বউয়ের সাথে আজীবন শান্তিতে কাটায়ে দিতে।



১১৭.
ক. পুরাতন
খ. :-*
গ.চাক্রী করি
ঘ. কি যে চাই, নিজেই জানিনা 8-|



১১৮.
ক. নিমপাতা১২
[email protected]
গ.বাপের সম্পত্তি দেখা শুনা করে
ঘ.মুন্ঞ্চায় ঘুরতে কিন্তু সময় পাই না



১১৯.
ক. জসিম
খ. [email protected]
গ.যা পাই তাই করি, কামলা খাটা পছন্দ করি
ঘ.বেড়াতে যে কত্তো ভাল্লাগে...মন্চায় ঘুর ঘূর করি আর ঘুরি, আর ঘুরি (যতক্ষণ মাথা না ঘুরায়ে পড়ি)



১২০.
ক. বৃহস্পতি
খ. [email protected]
গ. কামলা দিয়া
ঘ. ভবের পাগল।যখন যা ইচ্ছা তাই করি


১২১.
ক. সািকল খান
খ. [email protected]
গ.Click This Link
ঘ. প্রাইভেট চাকুরী করি, ভালো আছি, জ্যাম হইতে মুক্ত হইতে ইচ্ছা হয়



১২২.
ক. আকাশদেখি
খ.
গ.বাপের টাকা, বন্ধুদের (যারা টাকা দেয় তারাই বন্ধু)কাছ থেকে ধার করা টাকায় আর খাবার দিয়ে চলে পেট
ঘ. মন যে কি চায় তা মনই জানে না


১২৩.
ক. শিমুল আহমেদ
[email protected]
গ.এখনো স্টুডেন্ট তাই বাপের হোটেলই ভরসা।
ঘ.মনতো অনেক কিছুই চায় তবে সব চেয়ে বেশি চায় সবাইকে ভালবাসতে এবং সবার ভালবাসা পেতে। জটিলতা হীন জীবন যাপন করতে। মাঝে মাঝে সুপারম্যান হতে ইচ্ছে করে :)



১২৪.
ক. ফজলুল করিম
খ. [email protected]
গ.পেট চলে কি করে : প্রাইভেট চাকুরী সিইপিজেড
ঘ.কোটিপতি হয়ে অনেকের অনেক স্বাধ ও স্বপ্ন পুরণ



১২৫.
ক. আমি তুমি আমরা
খ.
গ.বাপের হোটেল
ঘ.মন চায় বিয়া করতে



১২৬.
ক. নিশিথিনি
[email protected]
গ.বাপের হোটেল। তয় ১ টা চাকরি পাইছি
ঘ.মন চায় কোটিপতি হইতে আর দেশ বিদেশ ঘুরে বেড়াতে



১২৭.
ক. সত্যবাদী মনোবট
খ. [email protected]
গ. ৬০% বাপের হোটেলে আর ৪০% নিজের হোটেলে
ঘ. সাধারন,সুন্দর,স্বচ্ছল ভাবে হাসি-খুশীভাবে প্রিয় মুখগুলোকে সঙ্গী করে জীবন কাটাতে।



১২৮.
ক. কাজী ফাতেমা
খ. [email protected]
গ. বাংলাদেশ ব্যাংকে চাকুরী করে
ঘ.মন চায় শুধু লেখতে ........ হাবিজাবি এলোমেলো ........ অগুছালো যা ইচ্ছা তাই লিখতে মুঞ্চায়
ঙ) ফোন নম্বর (ইচ্ছে হলে) ........... ইচ্ছা নাই



১২৯.
ক. ১৬৫
খ.
গ.
ঘ.


১৩০.
ক.
খ.
গ.
ঘ.



১৩১.
ক.
খ.
গ.
ঘ.



১৩২.
ক.
খ.
গ.
ঘ.



১৩৩.
ক.
খ.
গ.
ঘ.



১৩৪.
ক.
খ.
গ.
ঘ.



১৩৫.
ক.
খ.
গ.
ঘ.
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
২৪৭টি মন্তব্য ১৯৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×