প্রত্যেকটিই চারপদী ২
৫
মনে মনে যদি ঠিক করেই রেখে ছিলে
বনলতাই তুমি হবে
নির্বাক ছিলে, সেই ভালো ছিলো
সাড়া কেন দিয়ে ছিলে তবে !... বাকিটুকু পড়ুন
৫
মনে মনে যদি ঠিক করেই রেখে ছিলে
বনলতাই তুমি হবে
নির্বাক ছিলে, সেই ভালো ছিলো
সাড়া কেন দিয়ে ছিলে তবে !... বাকিটুকু পড়ুন

হৃদয়ের নরম ঘরটা বহু দিন ধরে শুন্য পড়ে আছে
এ শুন্যতার পরিমাণ ঠিক তোমার হৃদয়ের আয়তনের সমান
এই মেয়ে যদি বলি, কবিতা হতে
হবে কি কবিতা তুমি আমার ?
নাকি তাচ্ছিল্যের হাসি হেসে বলবে আরে ধুর !
আমার জন্য আসবে গাড়ীচড়া রাজপুত্তুর
কি দায় পড়েছে, কবিতা হতে তোর মতো , ... বাকিটুকু পড়ুন
বিষন্ন যুবকদের কেউ মনে রাখেনা
তুমি ও রাখোনি, সেটাই স্বাভাবিক
তোমাদের মনের শুন্যতা পূরনের জন্য
কত্তো কত্তো স্মার্ট ছেলেরা রয়েছে আশে পাশে
তাদের ভীড়ে, নগন্য এই বিষন্ন যুবককে
কেউ কি মনে রাখে !
রাখেনা............. বাকিটুকু পড়ুন
(১)
যতোই দিন যাচ্ছে তোমাকে মনে হচ্ছে যেন
দুর্বোদ্ধ ভাষায় লেখা কোন বই
চেষ্টার কোন ত্রুটি নেই তবু তোমায়
বুঝতে পারছি কই!... বাকিটুকু পড়ুন
