৫
মনে মনে যদি ঠিক করেই রেখে ছিলে
বনলতাই তুমি হবে
নির্বাক ছিলে, সেই ভালো ছিলো
সাড়া কেন দিয়ে ছিলে তবে !
৬
সুনিশ্চিত ভবিষ্যতের হাতছানি
সত্যিকার ভালোবাসার চেয়ে অনেক বেশি দামী
কুল কাঠের চিরস্হায়ী উনুন জ্বালিয়ে বুকে
তুমিই, হাঁ তুমিই প্রথম শেখালে ।
৭
সুখ বয়ে যাক তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
কারণ,সুখেই তোমাকে মানায়
বন্ধু আমার বিষন্নতা, তারাই না হয়
ভালোবাসুক আমায় ।
৮
এক সময়ের আমার প্রিয়া
এখন তুমি কেমন আছো
কিভাবে আছো,গিয়ে সুদূর
অস্ট্রেলিয়া.........
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



