(১)
যতোই দিন যাচ্ছে তোমাকে মনে হচ্ছে যেন
দুর্বোদ্ধ ভাষায় লেখা কোন বই
চেষ্টার কোন ত্রুটি নেই তবু তোমায়
বুঝতে পারছি কই!
(২)
যতো অবহেলাই তুমি করো না কেনো
অনুভুতির তরঙ্গে তোমাকে ঠিকই ছুয়েঁ ছুয়েঁ যাবো
এক ঘর ভতি লোকের ভীড়ে ও তোমার দিকে আমি
আমার নিজস্ব চোখে তাকাবো ।
(৩)
কালের আবহমান ধারায় বন্ধু
সব স্মৃতিই কি হারায়
কিছুই কি জমে নেই তোমার কালো টিপে
তোমার দুচোখের তারায়।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



