মনে পড়েনা
তোকে আজকাল মনে পড়েনা,
হঠাৎ পুরোনো গান শুনতে গিয়ে, কিংবা
ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে
তোকে একেবারেই মনে পড়েনা।
স্বপ্নরাও বুঝি আজকাল হিসেবি হয়েছে,
ভুল করেও তোর উঠোনে পা বাড়ায় না
আটপৌরে স্বপ্ন দেখে বেশ কেটে যায় দিন,
তোকে সত্যিই মনে পড়েনা!
এক সময় অপেক্ষা করতাম তুই আসবি,
হয়ত কোন এক সাদামাটা বিকেল
তোর জন্য... বাকিটুকু পড়ুন

